ধর্ম বদল নিয়ে মুলতবি খারিজ

স্পিকার মুলতবি প্রস্তাব খারিজ করে দিতেই যৌথ ভাবে ওয়াক আউট করে বাম এবং কংগ্রেস। পরে সভার বাইরে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘যাঁরা বাইরে সাম্প্রদায়িক উন্মাদনার বিরুদ্ধে কথা বলেন, তাঁরাই বিধানসভায় তা নিয়ে আলোচনা করতে দিলেন না!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১০
Share:

ধর্মতলায় ধর্মান্তরণের ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বাম এবং কংগ্রেসের আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে গেল। যার ফলে তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগ ফের তুলল বিরোধীরা।

Advertisement

বিধানসভায় এ দিন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘সাম্প্রতিক কালে কলকাতার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে ধর্মান্তরণের ঘটনা ঘটছে। পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে আয়োজকরা সাংবাদিকদের উপর আক্রমণ করেছেন। বিভেদকামী শক্তির এই উস্কানিমূলক কার্যকলাপ রোধ করতে রাজ্য সরকার অসফল।’’ কিন্তু স্পিকার মুলতবি প্রস্তাব খারিজ করে দিতেই যৌথ ভাবে ওয়াক আউট করে বাম এবং কংগ্রেস। পরে সভার বাইরে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘যাঁরা বাইরে সাম্প্রদায়িক উন্মাদনার বিরুদ্ধে কথা বলেন, তাঁরাই বিধানসভায় তা নিয়ে আলোচনা করতে দিলেন না!’’

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা, ‘‘ধর্মান্তরণের বিষয়টি আমি প্রথম বলেছি। এর জন্য মুলতবির কী দরকার! যে কোনও সময়ে দৃষ্টি আকর্ষণ করা যায়।’’ বিজেপি-র দিলীপ ঘোষ বলেন, ‘‘ধর্মনিরপেক্ষতার নামে যে ন্যাকামি হচ্ছে, তার বিরোধিতা করছি। এর জন্য বিধানসভার সময় নষ্ট করা ঠিক নয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন