State News

পুর-জোটের জট কাটাতে বৈঠক

কাল, মঙ্গলবার আলোচনায় বসছেন বামফ্রন্ট ও কংগ্রেসের কলকাতা জেলা নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ০১:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

জোট করেই পুরভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস। তবে কোন ওয়ার্ড কে ছাড়বে, তা নিয়ে টানাপড়েন কাটেনি কলকাতা পুরসভায়। ওয়ার্ডভিত্তিক দাবির নিষ্পত্তি করতে কাল, মঙ্গলবার আলোচনায় বসছেন বামফ্রন্ট ও কংগ্রেসের কলকাতা জেলা নেতৃত্ব। পর দিন, বুধবার মুখোমুখি হওয়ার কথা প্রদেশ কংগ্রেস এবং বাম ও সহযোগী মিলে ১৭ দলের রাজ্য নেতৃত্বের। আলিমুদ্দিনে রবিবার প্রথমে বামফ্রন্ট ও পরে ১৭ দলের বৈঠকে পুরভোটের বিষয়ে আলোচনা হয়েছে। কলকাতায় অন্তত কয়েকটি ওয়ার্ড তাদের ছেড়ে দিতে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের কাছে অনুরোধ জানিয়েছে ফ্রন্টের বাইরের কিছু ছোট দল। কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন সূর্যবাবুরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement