বর্ধিত বেতন নেবে না বামেরা

বিধানসভায় বিল পাশ হয়ে গেলেও বর্ধিত বেতন নেবেন না বাম বিধায়কেরা। তাঁদের যুক্তি, নিজেদের বেতন নিজেরাই বাড়িয়ে নেওয়া অত্যন্ত দৃষ্টিকটু। আলাদা কোনও কমিটি গঠন করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেত বলে তাঁদের মত। একই কথা সংসদের ক্ষেত্রেও বলেছিল বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:০১
Share:

বিধানসভায় বিল পাশ হয়ে গেলেও বর্ধিত বেতন নেবেন না বাম বিধায়কেরা। তাঁদের যুক্তি, নিজেদের বেতন নিজেরাই বাড়িয়ে নেওয়া অত্যন্ত দৃষ্টিকটু। আলাদা কোনও কমিটি গঠন করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেত বলে তাঁদের মত। একই কথা সংসদের ক্ষেত্রেও বলেছিল বামেরা। বিধানসভায় শুক্রবার বেতন বাড়ানোর জন্য জোড়া বিল পাশ হওয়ার সময়ে বামেদের যুক্তি না মেনে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বরং তাদের কটাক্ষই করেছেন। প্রতিবাদে চিঠি লিখে বর্ধিত বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাম বিধায়কেরা। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘বেতন বাড়তেই পারে। কিন্তু পঞ্চায়েত সদস্যদের বেতন যখন বেড়েছে, সেটা তাঁরা নিজেরা ঠিক করেননি। রাজ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ছে না, সেই সময়ে বিধায়কেরা নিজেদের বেতন বাড়িয়ে নেবেন?’’ সরকার পক্ষের দাবি, বিধানসভার এনটাইটেলমেন্ট কমিটিতে বাম বিধায়কেরা ছিলেন। সেই কমিটি বেতন বাড়ানোর সুপারিশ করার পরে বিধানসভায় আবার প্রতিবাদ যুক্তিহীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement