Body Recovered

হাওড়ার চ্যাটার্জি হাটে বাড়ির দরজা ভেঙে উদ্ধার প্রৌঢ়ের দেহ! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে থাকতেন একাই

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত বিমা সংস্থায় কাজ করতেন। ২০২০ সাল থেকে নিমতলা এলাকায় ওই বাড়িতে একাই থাকতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮
Share:

— প্রতীকী চিত্র।

হাওড়া চ্যাটার্জি হাটের একটি বাড়ি থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের দেহ। ঘরের দরজা ভেঙে জয়ন্ত চৌধুরী নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় ৫০ বছরের জয়ন্তের। মা থাকতেন তাঁর দিদির বাড়ি। ফলে বাড়িতে একাই থাকতেন তিনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন-চার দিন ধরে জয়ন্তকে বাড়ির বাইরে বার হতে না দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভাঙে। দেখে, ঘরে বিছানার উপরে পড়ে রয়েছে দেহ। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।


Advertisement

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত বিমা সংস্থায় কাজ করতেন। ২০২০ সাল থেকে নিমতলা এলাকায় ওই বাড়িতে একাই থাকতেন তিনি। ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তাঁর স্ত্রী ও কন্যাসন্তান কলকাতার নেতাজিনগরে থাকেন। জয়ন্তের বাবার মৃত্যুর পরে মাকে দিদির বাড়িতে রাখা হয়েছিল। সেখানেই মা থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement