State news

২৮ তারিখ বন্‌ধের ডাক বামেদের, কোনও বন্‌ধ হবে না, ঘোষণা মমতার

শুধু ‘আক্রোশ’ দেখানো নয়, ২৮ নভেম্বর বন্‌ধ-ই হচ্ছে। জানিয়ে দিল বামেরা। কেরল এবং ত্রিপুরার পথে হেঁটে বাংলার বাম নেতৃবৃন্দও জানিয়ে দিলেন, নোট সঙ্কটের প্রতিবাদে ২৮ নভেম্বর বন্‌ধ পালন করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ২০:৪০
Share:

প্রতীকী ছবি।

শুধু ‘আক্রোশ’ দেখানো নয়, ২৮ নভেম্বর বন্‌ধ-ই হচ্ছে। জানিয়ে দিল বামেরা। কেরল এবং ত্রিপুরার পথে হেঁটে বাংলার বাম নেতৃবৃন্দও জানিয়ে দিলেন, নোট সঙ্কটের প্রতিবাদে ২৮ নভেম্বর বন্‌ধ পালন করা হবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন। ১৮টি দল ধর্মঘটে অংশগ্রহণ করছে বলে জানা গিয়েছে। তবে বন্‌ধ সম্পর্কে রাজ্য সরকারের অবস্থান অপরিবর্তিত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় কোনও বন‌্ধ হবে না।

Advertisement

নোট বাতিলের জেরে সাধারণ মানুষের যে হয়রানি, তার প্রতিবাদ জানাতে ২৮ নভেম্বর ‘জাতীয় আক্রোশ দিবস’ পালন করার ডাক দিয়েছিল কংগ্রেস-তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল। কিন্তু বামেরা জানিয়েছে, নোট বাতিলের প্রতিবাদে বন্‌ধ-ই হবে। ওই দিন কেরল এবং ত্রিপুরার মতো বাংলাতেও ১২ ঘণ্টার বন্‌ধ পালন করবে বামেরা।

তৃণমূল অবশ্য বন‌্‌ধের বিরোধিতাই করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছেন, ‘‘দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকে কোনও বন্‌ধের ব্যাপারে আলোচনা হয়নি, সে রকম কোনও সিদ্ধান্তও হয়নি। আমরা কোনও বন্‌ধকে সমর্থন করছি না। মানুষ সমস্যায় আছেন। তাই সকলের কাছে আমার আহ্বান, এই সঙ্কটের সময়ে মানুষকে সাহায্য করুন, তাঁদের পাসে দাঁড়ান।’’ ২৮ নভেম্বর বাংলায় কোনও বন্‌ধ হচ্ছে না বলেও মমতা শুক্রবার মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, আক্রোশ দিবস পালন করতে তৃণমূল ২৮ নভেম্বর মিছিল করবে। মুখ্যমন্ত্রী নিজেও সে মিছিলে হাঁটবেন। রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন, অন্যান্য বন্‌ধের দিনে রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করে, এ বারেও তাই থাকছে। অর্থাৎ ওই দিন সরকারি কর্মীরা অফিসে না গেলে, কর্মদিবসের মোট সংখ্যা থেকে এক দিন কমে যাবে।

Advertisement

আরও পড়ুন: কালো টাকার শোকেই ক্ষোভ বিরোধীদের: খোঁচা মোদীর, উত্তাল সংসদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন