তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে ডিওয়াইও-র রাজ্য সম্পাদক মলয় পাল বুধবার দাবি করেছেন, অবিলম্বে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং অনশন-আন্দোলনরত কর্মপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীকে দেখা করতে হবে।
প্রতীকী ছবি।
রাজ্যে শিক্ষা ও নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে ফের সরব হল বামেরা। তাদের অভিযোগ, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে সরকারকে আদালতে ভর্ৎসিত হতে হচ্ছে তবু পরিস্থিতি বদলাচ্ছে না। এসএসসি-র গ্রুপ সি’র ক্ষেত্রেও নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘টেট, এসএসসি, পিএসসি-র রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি স্পষ্ট হয়ে যাচ্ছে। সরকারের এক একটা দফতর এক এক রকম বলছে। আদালতে কার্যত প্রতিদিন রাজ্যকে ধিক্কৃত হতে হচ্ছে তবু হেলদোল নেই! তরুণ প্রজন্মের কাজের অধিকার খর্ব হচ্ছে, শেষ বিচারে শিক্ষা ব্যবস্থারও ক্ষতি হচ্ছে।’’ প্রায় তিন হাজার এসএলএসটি কর্মপ্রার্থীর মঞ্চ ৩৫০ দিন ধরে কলকাতায় ধর্না চালাচ্ছে। তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে ডিওয়াইও-র রাজ্য সম্পাদক মলয় পাল বুধবার দাবি করেছেন, অবিলম্বে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং অনশন-আন্দোলনরত কর্মপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীকে দেখা করতে হবে।