Mamata Banerjee

কলেজে শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি

এ বার অন্তত তাঁদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছেন সুজনবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ০৫:১৬
Share:

ফাইল চিত্র।

বিভিন্ন কলেজের আন্দোলনরত অস্থায়ী (ক্যাজ়ুয়াল) শিক্ষাকর্মীদের দাবি মেটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, উৎসবের দিন পেরিয়ে এখন শীতের মধ্যেও অস্থায়ী শিক্ষাকর্মীরা অবস্থান-আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত এক বছর ধরে তাঁদের সমস্যার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কোনও সুরাহা হয়নি। এ বার অন্তত তাঁদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছেন সুজনবাবু। রাজ্য সরকারের গ্রুপ-ডি পদের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের মতো কলেজের শিক্ষাকর্মীদের পারিশ্রমিক দেওয়ার দাবি আগে তোলা হয়েছে বিধানসভাতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন