Gangasagar Mela 2022

SUCI: এসইউসি-র দাবি মুখ্যমন্ত্রীর কাছে

এর আগে তারা গঙ্গাসাগরে জনসমাগম বন্ধ রাখার অনুরোধ জানিয়েও চিঠি দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ০৬:০৬
Share:

ফাইল চিত্র।

করোনা-আবহে অবিলম্বে গঙ্গালাগর মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল এসইউসি। এর আগে তারা গঙ্গাসাগরে জনসমাগম বন্ধ রাখার অনুরোধ জানিয়েও চিঠি দিয়েছিল। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বুধবার মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলেছেন, প্রশাসন একাধিক শর্ত মেনে মেলায় যাওয়া এবং আদালত বেশ কিছু বিধিনিষেধ আরোপ করলেও সে সব যে ঠিকমতো মানা হচ্ছে না, তা দেখাই যাচ্ছে। গঙ্গাসাগরে যে বিপুল সংখ্যক মানুষ আসছেন, তার সামান্য অংশও সংক্রামিত হলে নিভৃতবাস বা হাসপাতালের পরিকাঠামো কোথায়? ‘জনমোহিনী’ সিদ্ধান্তের বদলে এ বছর ‘জনস্বার্থের’ কথা ভেবে মেলা বন্ধ রাখার দাবি জানিয়েছেন চণ্ডীবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন