Jute Mill

চটকল সমস্যায় শ্রমমন্ত্রীকে চিঠি

০% কর্মী নিয়ে কাজ করার যে নির্দেশিকা সরকার দিয়েছে, তার ফলে উৎপাদন বাড়ানো যাচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২১ ০৫:৫৮
Share:

ফাইল চিত্র।

রাজ্যে ১৭টি চটকল বন্ধ, পঞ্চান্ন হাজারের বেশি কর্মচারী কর্মহীন। আরও কয়েকটি চটকল বন্ধের দিকে এগোচ্ছে। এই সমস্যার সমাধান বার করার লক্ষ্যে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়ে শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে চিঠি দিল ইউটিইউসি। চিঠিতে সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ, কৃত্রিম ভাবে কাঁচা পাটের অভাব দেখিয়ে কিছু কারখানা বন্ধের চেষ্টা চলছে। এক দিকে করোনা সংক্রমণের কারণে শ্রমিক সংখ্যা কমে যাচ্ছে, আবার অন্য দিকে ৪০% কর্মী নিয়ে কাজ করার যে নির্দেশিকা সরকার দিয়েছে, তার ফলে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। অশোকবাবুদের দাবি, চটশিল্পের সমস্যা সমাধানে ও বেআইনি ভাবে মজুত পাট উদ্ধারে কেন্দ্রীয় সরকার এবং জুট কমিশনারের সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগ প্রয়োজন। শ্রমিক সংগঠনগুলি সহযোগিতার মনোভাব নিয়েই আলোচনায় তৈরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন