কলকাতায় সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মঙ্গলবার থেকে আবার বৃদ্ধি পেতে পারে বর্ষণ। — ফাইল চিত্র।
মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যে নেই। তবে এখনই বৃষ্টি থামছে না পশ্চিমবঙ্গে। উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে সেই পূর্বাভাস নেই। সেখানে বৃষ্টির পরিমাণ কমবে। আর তখন বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমি অক্ষরেখা। তাই সপ্তাহের মাঝামাঝি, মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় রয়েছে সেই সতর্কতা।
উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।