রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে চলবে ঝড়বৃষ্টি। — ফাইল চিত্র।
বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে গোটা রাজ্যেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। উত্তরেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সোমবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যে নেই। তার পরেও ঝড়বৃষ্টি চলবে রাজ্যে।
কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সর্বত্র তা হবে না।
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য রয়েছে হলুদ সতর্কতা।
বুধবারও ওই জেলাগুলিতে রয়েছে সতর্কতা। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণের সব জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তার মধ্যে ওই দু’দিন দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ২৪, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামী শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
উত্তরের পাঁচ জেলায়— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন উত্তরের বাকি পাঁচ জেলাতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারও উত্তরের আট জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে।