কলকাতায় শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — ফাইল চিত্র।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও সেই সম্ভাবনা নেই। তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের নয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও কয়েক জেলায় রয়েছে সতর্কতা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার একটি বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর ওড়িশাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা দুর্বল হয়েছে। দক্ষিণ ওড়িশার উপর দিয়ে একটি অক্ষরেখাও গিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরও কয়েক দিন। বিক্ষিপ্ত ভাবে চলবে বৃষ্টি।
শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা বাতাস। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্ত ভাবে জেলাগুলির কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তা চলতে পারে আগামী বুধবার পর্যন্ত। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী সপ্তাহে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলগুলি শুষ্ক আবহাওয়ার দিকে এগোবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও আর থাকছে না। উত্তরবঙ্গের আট জেলার কোনও কোনও অংশে স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত। খুব কম সময়ের জন্য বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে জেলাগুলির কিছু অংশে।