কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ছবি: পিটিআই।
মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত— এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে রাজ্যের প্রায় জেলায়। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বুধবার জারি করা হয়েছে সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে মঙ্গলবার জানিয়েছে, অমৃতসর, পটীয়লা, মুজফ্ফরনগর, খেরি, বাল্মীকিনগরের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্য দিকে, বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সাগর থেকে ছুটে আসছে। তার জেরে ঝড়বৃষ্টি রাজ্য জুড়ে।
আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করে হাওয়া অফিস। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরের আট জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্র, শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি— এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কোচবিহারে।