adhir chowdhury

Congress: কলকাতা পুরভোটে শক্তিপরীক্ষা চায় কংগ্রেসও

প্রদেশ থেকে কোনও সিদ্ধান্ত তাদের উপরে আগেভাগে চাপিয়ে দেওয়া হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ০০:১৪
Share:

প্রতীকী ছবি।

কলকাতা এবং হাওড়া পুরসভায় এ বার নিজেদের শক্তিতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। ওই দুই পুরসভায় কোন কোন আসনে তারা লড়বে, ইতিমধ্যেই তার তালিকাও তৈরি করে ফেলেছে তারা। এ বার কংগ্রেসও একই পথে হাঁটতে চাইছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শনিবার জানিয়েছেন, কলকাতার নেতারা যত বেশি সম্ভব আসনে প্রার্থী দিতে চান। অধীর ফের বুঝিয়ে দিয়েছেন, পুরভোটে কী ভাবে লড়াই হবে, বামেদের সঙ্গে জোট হবে কি হবে না, তা জেলা স্তরের উপরে নির্ভর করবে। প্রদেশ থেকে কোনও সিদ্ধান্ত তাদের উপরে আগেভাগে চাপিয়ে দেওয়া হবে না। অধীর বলেন, “আমরা সব আসনে প্রার্থী দিতে চাই। কলকাতা ও হাওড়া জেলার নেতৃত্বকে বলা হয়েছে, বামেদের সঙ্গে আলাপ-আলোচনা প্রদেশ স্তর থেকে করা হবে না। জেলা ঠিক করবে, কী হবে।” অধীর জানিয়েছেন, কলকাতায় কংগ্রেসের দুই বিদায়ী কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় এবং সন্তোষ পাঠক এ বারও প্রার্থী হবেন। অন্য দিকে, দল ছেড়ে তৃণমূলে চলে যাওয়া কোলাঘাট এলাকার নেতা সুরজিৎ মাইতি এ দিন বিধান ভবনে গিয়ে ফের কংগ্রেসে যোগ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement