দশমীতে বাবুঘাটে বিসর্জনের পথে মা দুর্গা। ছবি: সংগৃহীত।
ভবানীপুরের মল্লিক বাড়ির প্রতিমা বিসর্জনের পথে। গন্তব্য বলরাম বোস ঘাট। ছিলেন অভিনেতা রণজিৎ মল্লিক, কোয়েল মল্লিক, নিসপাল সিংহ রানে ও তাঁদের পুত্র।
বিসর্জনের পথে ভবানীপুরের মল্লিক বাড়ির প্রতিমা । —নিজস্ব চিত্র।
প্রতিমা বিসর্জনের সময়ে অভিনেতা রণজিৎ মল্লিক, কোয়েল মল্লিক ও তাঁর পুত্র। —নিজস্ব চিত্র।
কলকাতার ধর বাড়ির পুজোর প্রতিমা বিসর্জনের পথে। গন্তব্য বাবুঘাট। এই পুজো ৫৪ বছরের পুরনো।
বিসর্জনের শোভাযাত্রায় কলকাতার ধর বাড়ির দুর্গা প্রতিমা। —নিজস্ব চিত্র।
মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের পুজোয় সিঁদুরখেলা। —নিজস্ব চিত্র।
কৃষ্ণনগরের জলঙ্গি ঘাটে চলছে বিসর্জন পর্ব। —নিজস্ব চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে চলছে বিসর্জন পর্ব। —নিজস্ব চিত্র।
কলকাতার শ্যামসুন্দর পল্লী মহিলা সমিতি পরিচালিত পুজোয় দেবীবরণ। —নিজস্ব চিত্র।
মায়ের বিদায়বেলায় সিঁদুরখেলা কোচবিহারে। —নিজস্ব চিত্র।
বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের মহিলা পরিচালিত ‘আমরা সবাই ক্লাব’-এর পুজোয় সিঁদুরখেলা। —নিজস্ব চিত্র।
বেহালার যদু ও মিত্র কলোনির পুজোয় সিদুঁরখেলা। —নিজস্ব চিত্র।
মালদহের মহিলা পরিচালিত শরৎপল্লী সর্বজনীনের পুজোয় সিঁদুরখেলা। —নিজস্ব চিত্র।
বেহালার যদু ও মিত্র কলোনির পুজোয় সিদুঁরখেলা। —নিজস্ব চিত্র।
শিলিগুড়ির মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে চলছে বিসর্জন পর্ব। —নিজস্ব চিত্র।
মেদিনীপুরের কাঁসাই নদীর গান্ধী ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে ক্রেন এবং প্রতিমা নিরঞ্জনের জন্য মোতায়েন রয়েছে কর্মী। রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। তা ছাড়া নদীতে স্পিড বোটে করে টহলদারি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
মেদিনীপুরের কাঁসাই নদীর গান্ধী ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। —নিজস্ব চিত্র।
কোলাঘাট সংকেত এবং ছাত্র সংঘের দুর্গাপুজোয় ধুনুচি নাচ। —নিজস্ব ছবি।
সিঁদুুরখেলা শেষে ঢাকের তালে পা দোলাচ্ছেন মহিলারা। —নিজস্ব চিত্র।
বাগবাজার সর্বজনীনে ঠাকুর দেখার ভিড়। —নিজস্ব চিত্র।
শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন। —নিজস্ব চিত্র।
গঙ্গাবক্ষে নৌকায় প্রতিমা। —নিজস্ব চিত্র।
বাগবাজার সর্বজনীনে সিঁদুরখেলায় মাতলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (মাঝে)। —নিজস্ব চিত্র।
দশমীর সকাল থেকেই আকাশের মুখভার। দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে ঠাকুর দেখার উৎসাহে খামতি নেই। দশমীর বিকেল গড়াতেই মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে।