Durga Puja 2025

জেলায় জেলায় দশমীতে প্রতিমা নিরঞ্জন, দেবীবরণ শেষে মণ্ডপে মণ্ডপে সিঁদুরখেলায় মাতেন মহিলারা, সঙ্গে ধুনুচি নাচও

দশমীর সকাল থেকে ঝেঁপে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। বিকেলের পর কলকাতায় বৃষ্টির তেজ কমলেও, সন্ধ্যার পর বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে সেই পূর্বাভাস সত্ত্বেও শেষবেলায় কলকাতার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় চোখে পড়ার মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৫৬
Share:

দশমীতে বাবুঘাটে বিসর্জনের পথে মা দুর্গা। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০০:৩৫ key status

ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো

ভবানীপুরের মল্লিক বাড়ির প্রতিমা বিসর্জনের পথে। গন্তব্য বলরাম বোস ঘাট। ছিলেন অভিনেতা রণজিৎ মল্লিক, কোয়েল মল্লিক, নিসপাল সিংহ রানে ও তাঁদের পুত্র।

বিসর্জনের পথে ভবানীপুরের মল্লিক বাড়ির প্রতিমা । —নিজস্ব চিত্র।

প্রতিমা বিসর্জনের সময়ে অভিনেতা রণজিৎ মল্লিক, কোয়েল মল্লিক ও তাঁর পুত্র। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২৩:২৩ key status

কলকাতার ধর বাড়ির পুজো

কলকাতার ধর বাড়ির পুজোর প্রতিমা বিসর্জনের পথে। গন্তব্য বাবুঘাট।  এই পুজো ৫৪ বছরের পুরনো।

বিসর্জনের শোভাযাত্রায় কলকাতার ধর বাড়ির দুর্গা প্রতিমা। —নিজস্ব চিত্র।

Advertisement
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২১:৫৮ key status

মেদিনীপুর রামকৃষ্ণ মিশন

মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের পুজোয় সিঁদুরখেলা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২০:২৭ key status

কৃষ্ণনগরে প্রতিমা নিরঞ্জন

কৃষ্ণনগরের জলঙ্গি ঘাটে চলছে বিসর্জন পর্ব। —নিজস্ব চিত্র।

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২০:২৩ key status

বারুইপুরে বিসর্জন পর্ব

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে চলছে বিসর্জন পর্ব। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২০:২০ key status

দেবীবরণ

কলকাতার শ্যামসুন্দর পল্লী মহিলা সমিতি পরিচালিত পুজোয় দেবীবরণ। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২০:১৭ key status

সিঁদুরখেলা পর্ব চলছে কোচবিহারে

মায়ের বিদায়বেলায় সিঁদুরখেলা কোচবিহারে। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২০:০৮ key status

বর্ধমানের মণ্ডপে সিঁদুরখেলা

বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের মহিলা পরিচালিত ‘আমরা সবাই ক্লাব’-এর পুজোয় সিঁদুরখেলা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ২০:০৪ key status

প্রতিমা নিরঞ্জন চলছে হুগলির গঙ্গাঘাটে

বেহালার যদু ও মিত্র কলোনির পুজোয় সিদুঁরখেলা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৯:৫৪ key status

মালদহের শরৎপল্লী সর্বজনীন দুর্গোৎসব

মালদহের মহিলা পরিচালিত শরৎপল্লী সর্বজনীনের পুজোয় সিঁদুরখেলা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৯:৪৮ key status

বেহালার যদু ও মিত্র কলোনি

বেহালার যদু ও মিত্র কলোনির পুজোয় সিদুঁরখেলা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৯:৪৪ key status

শিলিগুড়িতে বিসর্জন

শিলিগুড়ির মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে চলছে বিসর্জন পর্ব। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৯:৪০ key status

কাঁসাই নদীতে প্রতিমা নিরঞ্জন

মেদিনীপুরের কাঁসাই নদীর গান্ধী ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে ক্রেন এবং প্রতিমা নিরঞ্জনের জন্য মোতায়েন রয়েছে কর্মী। রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। তা ছাড়া নদীতে স্পিড বোটে করে টহলদারি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

মেদিনীপুরের কাঁসাই নদীর গান্ধী ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৯:২৫ key status

কোলাঘাট সংকেত এবং ছাত্র সংঘের দুর্গোৎসব

কোলাঘাট সংকেত এবং ছাত্র সংঘের দুর্গাপুজোয় ধুনুচি নাচ। —নিজস্ব ছবি।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৯:১৮ key status

মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো

সিঁদুুরখেলা শেষে ঢাকের তালে পা দোলাচ্ছেন মহিলারা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৫৬ key status

বাগবাজার সর্বজনীন

বাগবাজার সর্বজনীনে ঠাকুর দেখার ভিড়। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৫১ key status

শোভাবাজার রাজবাড়ির পুজোর প্রতিমা বিসর্জন

শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন। —নিজস্ব চিত্র।

গঙ্গাবক্ষে নৌকায় প্রতিমা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৪৯ key status

বাগবাজারে মন্ত্রী শশী পাঁজা

বাগবাজার সর্বজনীনে সিঁদুরখেলায় মাতলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (মাঝে)। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৪৫ key status

দশমীতে ঠাকুর দেখার ভিড়

দশমীর সকাল থেকেই আকাশের মুখভার। দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে ঠাকুর দেখার উৎসাহে খামতি নেই। দশমীর বিকেল গড়াতেই মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৪৫ key status

চলছে সিঁদুরখেলা

দশমীতে ‘মায়ের বিদায়বেলায়’ সিঁদুরখেলায় মেতেছেন আট থেকে আশি। কলকাতার মণ্ডপগুলিতে তো বটেই, জেলায় জেলায় একই ছবি। প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলছেন মহিলারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement