State news

লাইভ: গাড়িতে ভাঙচুর, বিক্ষোভকারী-পুলিশের ধস্তাধস্তি, বন‌্ধ ঘিরে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি

মঙ্গলবার সকাল ৬টা থেকে ওই ধর্মঘট কর্মসূচি চলছে দেশ জুড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০৫:৫০
Share:

শ্যামবাজারে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ১৮টি শ্রমিক সংগঠনের ডাকে মঙ্গলবার সকাল থেকে ৪৮ ঘণ্টার বন্‌ধ চলছে দেশ জুড়ে। বন্‌ধের বিক্ষিপ্ত প্রভাব পড়েছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। গাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, জাতীয় সড়ক ও রেল অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো ঘটনা ঘটেছে সকাল থেকেই। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী নামানো হয়।

Advertisement

সড়কপথ স্তব্ধ করে দেওয়ার পাশাপাশি রেলপথও অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। এ দিন সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশনে অবরোধের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। কোথাও ওভারহেড তারে কলাপাতা ফেলে, কোথাও রেল লাইনের উপর বসে পড়ে রেল অরবোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধ হয় হাওড়া-বর্ধমান মেন শাখার বৈঁচি, মগরা, হুগলি, মানকুণ্ডু স্টেশনে। অন্য দিকে, শিয়ালদহ মেন শাখার সোদপুর, টিটাগড়, কাঁচরাপাড়া, শ্যামনগর, ইছাপুরে দফায় দফায় অবরোধের জেরে বহু দূরপাল্লার ট্রেন আটকে পড়ে। বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন চলাচলও। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। প্রায় আড়াই-তিন ঘণ্টা পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

অন্য দিকে, দুর্গাপুর, খড়্গপুর, জামুড়িয়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক ও রেলপথ অবরোধ করে বামেরা। কলকাতার বন্‌ধের ছবিটাও একই রকম। বিক্ষিপ্ত অশান্তি হয়েছে শহরের নানা প্রান্তে। বন্‌ধ মোকাবিলায় সকাল থেকেই শ্যামবাজার, মৌলালি, গড়িয়া, ধর্মতলা-সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশকে টহল দিতে দেখা যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে বাম কর্মী-সমর্থকদের মিছিলে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। গড়িয়ায় বাসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বারাসতে পড়ুয়াভর্তি স্কুল বাসে ভাঙচুর চালানোর পাশাপাশি চালককেও মারধর করা হয়। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পাশাপাশি, যাদবপুর, গড়িয়া-সহ শহরের বিভিন্ন স্থানে অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। গ্রেফতার করা হয় সুজন চক্রবর্তী, অনাদি সাহু-সহ বেশ কয়েক জন বাম নেতা।

Advertisement

আরও পড়ুন: সকাল থেকে রেল অবরোধে নাকাল যাত্রীরা, বেলা গড়াতে স্বাভাবিক পরিস্থিতি

আরও পড়ুন: লাইভ: কেরল, ওড়িশা, পশ্চিমবঙ্গে বন্‌ধের প্রভাব, অন্যত্র মিশ্র সাড়া

ট্রেন পরিষেবার উপর বন্‌ধের প্রভাব পড়লেও শহরে কিন্তু বাসের সংখ্যা যথেষ্টই ছিল। বাড়তি সরকারি বাস নামানো হয় বন্‌ধ মোকাবিলা করার জন্য। বেসরকারি বাস অন্য দিনের তুলনায় একটু কম চোখে পড়ে। সকালের দিকে রাস্তায় কম যানবাহন দেখা গেলেও বেলা বাড়তেই রাস্তায় বেরোতে শুরু করে গাড়ি। বিভিন্ন অফিসগুলোতেও হাজিরা মোটের উপর স্বাভাবিকই ছিল। সেক্টর ফাইভ-এর মতো তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের ছবিটা আর অন্য দিনের মতোই ছিল।

সকালের আপডেট

• সকাল ১০.১৫টা : হাওড়ার বালিতে জাতীয় সড়ক অবরোধ।

• সকাল ১০.১০টা : গলসিতে জাতীয় সড়ক অবরোধ বাম কর্মী-সমর্থকদের।

• সকাল ১০.০৫টা : উলুবেড়িয়ায় বাস-লরি ভাঙচুর চালান বন্‌ধ সমর্থকরা।

• সকাল ১০.০০টা : দুর্গাপুর শিল্পাঞ্চল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। সকাল থেকেই কর্মীদের ভিড় চোখে পড়েছে।

• সকাল ৯.৫৫টা : ধর্মতলায় সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী। তবে অন্যান্য দিন যে পরিমাণ গাড়ি চলাচল করে, এ দিন তার তুলনায় সংখ্যাটি অনেকটাই কম।

• সকাল ৯.৪৫টা : হাওড়া-বর্ধমান মেন লাইনে অবরোধ তুলে দিল পুলিশ-আরপিএফ। আস্তে আস্তে ট্রেন চলাচল শুরু হল।

• সকাল ৯.৩৫টা : এসএসকেএম-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ হাসপাতালে রোগীদের ভিড় অন্যান্য দিনের মতো। তবে, রেল অবরোধের জেরে হাসপাতালে আসতে সমস্যা হয় অনেকের।

• সকাল ৯.৩০টা : স্বাভবিক সেক্টর ফাইভ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সব অফিস খোলা। সকাল থেকেই কর্মীদের ভিড়।

• সকাল ৯.২০টা : শোভাবাজার থেকে গ্রেফতার চার বন্‌ধ সমর্থক। সেন্ট্রাল অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বন্‌ধ সমর্থকদের।

• সকাল ৯.১৫টা : সোদপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বাম কর্মী-সমর্থকদের।

• সকাল ৯.১০টা : শো‌ভাবাজারে ব্যাপক উত্তেজনা। চলন্ত বাসে আগুন লাগানোর চেষ্টা বন্‌ধ সমর্থকদের। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ।

• সকাল ৮.৫৫টা : হাওড়া-বর্ধমান মেন লাইনের ভদ্রেশ্বর-মানকুণ্ডুর মাঝে রেল অবরোধ। দাঁড়িয়ে একাধিক দূরপাল্লার ট্রেন। দফায় দফায় রেল অবরোধ শ্রীরামপুর স্টেশনে।

সিঁথির মোড়ে বাম সমর্থকদের মিছিল। নিজস্ব চিত্র।

আরও পড়ুন: লাইভ: ওড়িশায় সকাল থেকেই তালা স্কুল-কলেজে, মুম্বইতে বন্ধ বাস

• সকাল ৮.৫০টা : দমদম ক্যানটনমেন্ট, দমদম রোড, এয়ারপোর্ট ১ নম্বর গেট-সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তির খবর।

• সকাল ৮.৪৫টা : নবান্নের সামনে বাড়তি পুলিশ মোতায়েন। সকাল থেকেই বন্‌ধের মোকাবিলায় কঠোর প্রশাসন।

• সকাল ৮.৪০টা : হাজরা মোড় মোটামুটি স্বাভাবিক। বন্‌ধের তেমন প্রভাব পড়েনি। রাসবিহারি মোড়ে যানবাহন স্বাভাবিক ভাবে চলছে।

• সকাল ৮.৩০টা : শিয়ালদহ উত্তর শাখায় বিড়া-দত্তপুকুর স্টেশনের মাঝে রেল লাইন থেকে উদ্ধার বোমা। এর সঙ্গে বন্‌ধ সমর্থকদের কোনও যোগ আছে কি না, তা স্পষ্ট নয় পুলিশের কাছে।

গ্রেফতার করা হল এক বন্‌ধ সমর্থককে। ছবি: টুইটার থেকে গৃহীত।

• সকাল ৮.২০টা : গ্রেফতার করা হল বাম নেতা সুজন চক্রবর্তীকে। গ্রেফতার করা হয় আরও বেশ কয়েক জন বাম কর্মী-সমর্থকদের। তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে।

• সকাল ৮.১৫টা : দমদমে তৃণমূল-সিপিএম সংঘর্ষের অভিযোগ।

• সকাল ৮.১০টা : ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি আসানসোলে।

• সকাল ৮.১০টা : বারাসতে পড়ুয়া ভর্তি স্কুল বাসে ভাঙচুর। অভিযোগ বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। চালককে মার ধর্মঘটীদের।

• সকাল ৮.০০টা : খড়গপুরে বিক্ষিপ্ত অশান্তির খবর।

• সকাল ৭.৫০টা : সুজন চক্রবর্তীর নেতৃ্ত্ব যাদবপুরে বন্‌ধ সমর্থকদের মিছিল। পুলিশের সঙ্গে বন্‌ধ সমর্থকদের খণ্ডযুদ্ধ। ৮বি বাস স্ট্যান্ড থেকে দফায় দফায় মিছিল বন্‌ধ সমর্থকদের।

• সকাল ৭.৩০টা : গড়িয়ে মোড়ে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম-কর্মী সমর্থকদের।

শ্রীরামপুরে রেল অবরোধ বন্‌ধ সমর্থকদের। নিজস্ব চিত্র।

• সকাল ৭.২০টা : মৌলালিতে বাম সমর্থকদের মিছিল।পরিস্থিত উত্তপ্ত।

• সকাল ৭.১৫ টা : বারাসতের চাঁপাডালি মোড়ে বাস ভাঙচুর করলেন বন্‌ধ সমর্থকরা। বাসের চাকা খুলে দেওয়া বলে অভিযোগ।

• সকাল ৭.০০ টা : দমদম, উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্থানে অশান্তির খবর মিলছে।

• সকাল ৭.৫০ টা : সোদপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ।

• সকাল ৬.৪০ টা : শহরের বিভিন্ন স্থানে বন্‌ধ সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। গ্রেফতার শ্রমিক নেতা অনাদি সাহু-সহ বেশ কয়েকজন।

• সকাল ৬.৩০ টা : গড়িয়ায় বেসরকারি বাসে ভাঙচুর। অবরোধ শ্রীরামপুর, উত্তরপাড়া, হিন্দমোটর-সহ হাওড়া-বর্ধমান শাখার বিভিন্ন স্টেশনে।

• সকাল ৬টা : বন্‌ধ শুরু বামেদের। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর।

(দুই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, 'বাংলার' খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন