বাকি কয়েক ঘণ্টা, লকডাউন নিয়ে কেন্দ্রের নির্দেশিকা এল না কেন, প্রশ্ন রাজ্যের

সোমবার দুপুর পর্যন্ত বর্তমান বিধি কার্যকর থাকবে বলে টুইট করে জানালো রাজ্য স্বরাষ্ট্র দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২০ ১৭:৩০
Share:

প্রতীকী ছবি।

তৃতীয় দফার লকডাউন শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। কিন্তু রবিবার বিকেল পর্যন্ত সোমবার থেকে কী হবে তা নিয়ে কোনও ঘোষণা হয়নি কেন্দ্রের তরফে। সেই পরিস্থিতিতে সোমবার দুপুর পর্যন্ত বর্তমান বিধি কার্যকর থাকবে বলে টুইট করে জানালো রাজ্য স্বরাষ্ট্র দফতর।

Advertisement

রবিবার বিকাল ৫ টা নাগাদ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের টুইটার হ্যান্ডলে ঘোষণা করা হয়, যেহেতু এ দিন বিকেল পর্যন্ত কেন্দ্র কোনও নির্দেশিকা জারি করেনি লকডাউন সম্পর্কে, তাই স্থিতাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ওই টুইটে জানানো হয়েছে, সোমবার দুপুরে রাজ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করবে।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কেন্দ্র নয়, রাজ্যকে ক্ষমতা দেওয়া হোক লকডাউন নিয়ে পরিস্থিতি অনুযায়ী বিধি নিষেধ আরোপ করার ক্ষেত্রে।

Advertisement

আরও পড়ুন: ভাড়া বাড়ছে না বলে বেসরকারি বাস-মিনিবাস পথে নামার আপাতত সম্ভাবনা নেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement