Lok Sabha Election 2019

শেষ প্রচারে ঝাঁপ সকলের, উত্তাপ বীরভূমে

পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। সেই উত্তাপের ছোঁয়া ছিল এ দিন প্রচারের শেষ দিনেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০১:১২
Share:

প্রতীকী ছবি।

বঙ্গ-রাজনীতির এক ঝাঁক ‘হেভিওয়েটে’র ভোট-প্রচার শেষ হল শনিবার। রাজ্যে চতুর্থ দফায় বীরভূম, বর্ধমান ও নদিয়ার ৭টি আসন ছাড়াও ভোট হবে বহরমপুরের। কংগ্রেস নেতা অধীর চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া ছাড়াও এই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের শতাব্দী রায়, বামফ্রন্টের রামচন্দ্র ডোম।

Advertisement

পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। সেই উত্তাপের ছোঁয়া ছিল এ দিন প্রচারের শেষ দিনেও। ইলামবাজারে বিজেপির দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তা ঘিরেই শাসক-বিরোধী চাপানউতোর চলেছে দিনভর। শেষ বেলায় ‘রোড শো’ আর মিছিল করেছে প্রায় সব পক্ষই। তবে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের কথায়, ‘‘কেন্দ্রীয় বাহিনী আছে। তবে তারা শাসক দলের সন্ত্রাস কতটা ঠেকাতে পারবে, বুঝতে পারছি না।’’ একই অভিযোগ করেছেন সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদা। তাঁর অভিযোগ, পায়ের তলার মাটি সরছে বুঝে তৃণমূল মানুষকে ভয় দেখাতে শুরু করেছে। জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ মজুমদার অবশ্য বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী আছে। একঝাঁক পর্যবেক্ষক আছেন। তার পরেও এ সব বলার অর্থ বিরোধীদের কোনও সংগঠন নেই।’’

শেষ প্রচারে বহরমপুরে সকাল থেকে দাপিয়ে বেড়িয়েছেন ‘গুরু-শিষ্য’। এখানে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে প্রচার সেরেছেন। ‘স্কটিশ হ্যাট’ মাথায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ঘুরলেন হুড-খোলা জিপে। বিকেলে বহরমপুরে রোড-শো করেন অপূর্ব।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পূর্ব বর্ধমানের দু’টি আসনের প্রার্থীরা এ দিন মূলত রোড-শো এবং হেঁটে প্রচার সারেন। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া গলসি ও বর্ধমান শহরে রোড-শো করেন। বর্ধমানে তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতাকে নিয়ে মিছিল করেন অরূপ বিশ্বাস। বর্ধমান পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস রায়নায় প্রচার শেষ করেন।

আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল প্রচারের শেষ দিন অণ্ডাল ঘুরেছেন মোটরবাইকে। সিপিএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কাজোড়া গ্রাম-সহ নানা এলাকায় মিছিল হয়। জামুড়িয়ায় কর্মিসভা করেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার চাকদহে রোড শো করেন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী দেবিকা। রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের সমর্থনে রোড-শো করেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শুভশ্রী। শেষ দিনের প্রচারে রানাঘাটের সিপিএম প্রার্থী রমা বিশ্বাস বাড়ি বাড়ি ঘুরেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন