পুলিশের কাজ পুলিশ করুক, চাইছেন বিবেক

প্রথম দু’দফায় পাঁচ কেন্দ্রের ভোটের জন্য সাধারণ পর্যবেক্ষকেরা পৌঁছে গিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৩:৫৪
Share:

বিবেক দুবে। —ফাইল চিত্র।

ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো এবং পুলিশকে তাদের দায়িত্ব স্মরণ করানোর জন্য ভোটের অনেক আগেই তিনি রাজ্যে এসেছেন বলে জানালেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবে। প্রথম দফার ভোটের ১১ দিন আগে, রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) আরিজ আফতাব। ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তও।

Advertisement

বিবেক রাতে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অবাধ এবং সুষ্ঠু ভোটের জন্য বাংলায় এসেছি আমি। লক্ষ্য, ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো। পুলিশকে পুলিশের কাজ করার কথা স্মরণ করিয়ে দিতে চাই।’’ অনেকেই মনে করছেন, পঞ্চায়েত নির্বাচন-সহ কয়েকটি ভোটে প্রশাসনের বিরুদ্ধে যে-অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতেই বিবেকের এই মন্তব্য।

আজ, সোমবার বেলা ১১টা নাগাদ রাজনৈতিক দলগুলির সঙ্গে সিইও দফতরে পৃথক পৃথক ভাবে বৈঠক করবেন বিবেক। প্রথম তিন দফায় যে-আটটি জেলায় ভোট হওয়ার কথা, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানকার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রথম তিন দফায় যে-সব কেন্দ্রে নির্বাচন হবে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এখনও কোনও সুস্পষ্ট দিশা নেই বলে অভিযোগ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের। স্পর্শকাতর বুথের সংখ্যা ক্রমহ্রাসমান বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন রাজ্যের সিইও আফতাব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দু’টি বিষয় নিয়ে রাজ্যের বিশেষ পুলিশ-পর্যবেক্ষকের কাছে অনুযোগ বা অভিযোগ জানাতে পারেন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এই পরিস্থিতিতে শনিবার দিনহাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রমাণিকের রোড শোয়ের উপরে হামলা হয় বলে অভিযোগ। আবার ওই দিন রাতেই প্রচার সেরে ফেরার পথে দাসপুরের জয়কৃষ্ণপুরে ঘাটালের দলীয় প্রার্থী ভারতী ঘোষের উপরে আক্রমণ হয় বলে অভিযোগ করেছে বিজেপি। সেই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ ঠুকেছে তারা। রাজনৈতিক শিবিরের একাংশের বক্তব্য, অংশের দাবি, রাজ্যে ভোট ঘোষণার পরে বড়সড় ঘটনা ঘটেনি। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তবে প্রচার পর্ব এগোনোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হতে পারে। অবশ্য কমিশন সূত্রের দাবি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর।

সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভিডিয়ো-সম্মেলন করার কথা বিবেকের। প্রথম দু’দফায় পাঁচ কেন্দ্রের ভোটের জন্য সাধারণ পর্যবেক্ষকেরা পৌঁছে গিয়েছেন। এসে গিয়েছেন পুলিশ-পর্যবেক্ষকেরাও। তৃতীয় দফার ভোটের জন্য আগামী বৃহস্পতিবার সাধারণ এবং পুলিশ-পর্যবেক্ষকেরা আসতে শুরু করবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রথম তিন দফার ভোটে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথের সংখ্যা, গ্রেফতারি পরোয়ানা রূপায়ণ, অতীতের ভোটে গোলমাল পাকানো লোকেদের মধ্যে ক’জন গ্রেফতার হয়েছে, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, মদ-সহ বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত-সহ আইনশৃঙ্খলার সার্বিক চিত্র নিয়েই জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কথা বলবেন রাজ্যের বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক। এ দিন বিমানবন্দর থেকে কলকাতা বন্দর কর্তৃপক্ষের অতিথিশালায় চলে যান ১৯৮১ ব্যাচের আইপিএস। বিমানবন্দরে সিইও, এডিজি ছাড়াও ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জয় বসু, ডেপুটি সিইও সুব্রত পাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement