১০ এপ্রিল মমতা পাহাড়ে: বিনয়

অমর জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সভার আগে পাহাড়ে আরও কয়েকটি বড় সভার প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শিলিগুড়ি শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৮:৩৯
Share:

পাশাপাশি: দার্জিলিঙের জনসভায় মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী গৌতম দেব, বিনয় তামাং ও দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিংহ রাই। —নিজস্ব চিত্র

সব কিছু ঠিক থাকলে ১০ এপ্রিল দার্জিলিঙে প্রচারে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন স্থানীয় মোটর স্ট্যান্ডে জোট প্রার্থী অমর সিংহ রাইয়ের সমর্থনে সভা করবেন তিনি। মঙ্গলবার সে কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। প্রার্থী ঘোষণার পর এ দিন পাহাড়ে প্রথম যৌথ কর্মী সভা করে তৃণমূল ও মোর্চা। লেবং স্টেডিয়ামের মাঠে সভা হয়। সেখানে বিনয় তামাং, অনীত থাপা-সহ মোর্চার সব শীর্ষ নেতাই উপস্থিত ছিলেন। তৃণমূলের দার্জিলিং জেলার পরিদর্শক তথা পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, দলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব, পাহাড় তৃণমূল সভাপতি এলবি রাই এবং স্থানীয় নেতারা সভায় যোগ দেন। পাহাড় ছাড়াও তরাই এলাকা থেকেও এ দিন মোর্চা ও তৃণমূল সমর্থকরা সভায় পৌঁছেছিলেন।

Advertisement

অমর জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সভার আগে পাহাড়ে আরও কয়েকটি বড় সভার প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। গত কয়েক বছরে কী কী কাজ হয়েছে, এ দিন তার হিসেব তুলে ধরেন বিনয়। বলেন, ‘‘পাহাড়ে শান্তি ফিরে এসেছে। অনেকেই পাহাড়কে নতুন করে অশান্ত করতে চাইছে। তাদের হারিয়ে যোগ্য জবাব দিতে হবে।’’

ভারত-নেপাল চুক্তি নতুন করে খতিয়ে দেখে তাতে কিছু বিষয় সংযোজন, বিয়োজনের দাবিও তোলেন বিনয়। প্রচারের জন্য পাহাড়ের বিভিন্ন এলাকায় যৌথ কমিটি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন এলবি রাই। মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড সংখ্যক সমর্থক উপস্থিত করাতে জোরদার প্রচার শুরু হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

অরূপ বিশ্বাস বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এখনও ৪৮টি প্রকল্প চালু করেছেন সাধারণ মানুষের জন্য। পাহাড়ের মানুষের প্রতিটি সমস্যায় পাশে দাঁড়িয়েছেন। সেই উন্নয়নের কথাকেই হাতিয়ার করেই পাহাড়ে প্রচার করবে তৃণমূল ও মোর্চা।’’

সভা শেষে মোর্চা ও তৃণমূল নেতাদের সঙ্গে অরূপ বৈঠক করছেন বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। যদিও সেই বৈঠক নিয়ে কোনও কথা বলতে চাননি নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন