বিতর্কে শতরূপের পোস্ট, তৃণমূলের ‘উকুন’ লিখনও 

রাজ্য সিপিএমের তরফে ডিওয়াইএফআইয়ের দায়িত্বে থাকা মহম্মদ সেলিম এ নিয়ে প্রশ্নের জবাবে জানান, তিনি শতরূপের ওই পোস্টের কথা জানেনই না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০৩:৩৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরেজি উচ্চারণের প্রতি ইঙ্গিত করে সূর্যকান্ত মিশ্রের কটাক্ষমূলক টুইট নিয়ে বিতর্ক হয়েছে অতি সম্প্রতি। এ বার ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের নেতা শতরূপ ঘোষ। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে শতরূপ হাতের ছবি পোস্ট করেছেন, যেখানে মধ্যমা অশ্লীল ভঙ্গিতে উদ্যত, মধ্যমায় লেখা— ‘বিজেপি, টিএমসি’। পাশের মুড়ে থাকা তর্জনীতে লেখা ‘সিপিআই (এম)’। এমন পোস্টের পরে সামাজিক গণমাধ্যমে নিন্দায় মুখর নেটবিশ্ব।

Advertisement

রাজ্য সিপিএমের তরফে ডিওয়াইএফআইয়ের দায়িত্বে থাকা মহম্মদ সেলিম এ নিয়ে প্রশ্নের জবাবে জানান, তিনি শতরূপের ওই পোস্টের কথা জানেনই না। সেলিমের কথায়, ‘‘আমরা সকলেই প্রচারে ব্যস্ত। ফলে আমি শতরূপের ওই পোস্ট দেখিনি। ও নিজে পোস্ট করেছে নাকি অন্য কারও পোস্ট শেয়ার করেছে, তা-ও জানি না। পুরো বিষয় না জেনে মন্তব্য করব না।’’ ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, ‘‘শতরূপের যে পোস্ট ঘিরে বিতর্ক, সেটা সোশ্যাল মিডিয়ায় চালু পোস্ট। তবে আমরা আমাদের কর্মীদের বলি, সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সেটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য।’’ এ বিষয়ে শতরূপের প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। তাঁর ফোন বন্ধ ছিল।

শতরূপের পোস্ট ঘিরে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনই ভোটের ময়দানে অন্য একটি স্লোগান ঘিরে শুরু হয়েছে রসিকতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘হোক কলরব’ আন্দোলনের ছাপ পড়েছে ভোটের যাদবপুরে। ৫ বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘হোক কলরব’ আন্দোলনে পড়ুয়ারা স্লোগান দেন ‘ভিসি তুমি দুষ্টু লোক, তোমার মাথায় উকুন হোক’। এ বার ভোটে যাদবপুরের দেওয়ালে শোভা পাচ্ছে তৃণমূলের লিখন— ‘মোদী তুমি দুষ্টু লোক, তোমার মাথায় উকুন হোক’।

Advertisement

এ নিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘এ নিয়ে কী মন্তব্য করব? সকলেই যখন উকুনের দাবি করছে, তখন আমিও দাবি করি, দিদির মাথায় উকুন হোক।’’ তৃণমূলের এক নেতার মতে, ‘‘কে কোথায় লিখেছে, জানি না। তবে এটা অশালীন বলা ঠিক নয়। এর মধ্যে একটা মজা আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement