ফের হুমকি দিলীপের, সরব বিরোধীরা

তৃণমূলকে ‘পাল্টা মার’-এর হুমকি দেওয়ার পাশাপাশি মানুষকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আবেদনও এ দিন জানিয়েছেন দিলীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০১:৩৩
Share:

—ফাইল চিত্র।

হুমকি দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে এ বার তৃণমূলকে ‘পিটিয়ে গায়ে দাগ করে দেওয়া’র কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হুগলির ধনেখালির গুড়াপে শুক্রবার ভোটের প্রচারে দিলীপবাবু বলেন, ‘‘এমন মারব পরের ইলেকশন পর্যন্ত গায়ে দাগ থাকবে।’’ প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘এ বার ভোটে যা ফল হবে, তাতে আর এ সব কথা বলার সুযোগ পাবেন না। পরের ভোটে ওঁদের দেখাও যাবে না।’’

Advertisement

তৃণমূলকে ‘পাল্টা মার’-এর হুমকি দেওয়ার পাশাপাশি মানুষকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আবেদনও এ দিন জানিয়েছেন দিলীপবাবু। তাঁর কথায়, ‘‘পঞ্চায়েত ভোটে এখানে আপনারা ভোট দিতে পারেনি। তার বদলা নিতে হবে। সকলে ভোট দিতে যাবেন। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে চকচকে রাইফেল নিয়ে। ভয় পাবেন না।’’ একই সঙ্গে তাঁর হুমকি, ‘‘কেউ ভোট লুঠ করতে এলে লাঠি বা গুলি খাবে। গুলি খেলে মুক্তি। লাঠি খেলে হাড় ভেঙে ছ’মাস হাসপাতালে পড়ে থাকতে হবে।’’

বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর রাইফেলের কথা তুলে এ ভাবে ভোট প্রচার নির্বাচনী বিধি ভঙ্গেরই সামিল। পার্থবাবু বলেন, ‘‘নির্বাচন কমিশন কি দিলীপবাবুদের এ সব হুমকি শুনতে পায় না? তারা কেন ওঁকে বিধি ভঙ্গের নোটিস দিচ্ছে না, তা ভেবে অবাক হচ্ছি!’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন