মোদী-মমতার সঙ্গে প্রিয়ও

শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। তাঁর সভার পরে বিজেপি পালে হাওয়া ভালই লাগবে বলে দাবি গেরুয়া শিবিরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৬:৫০
Share:

সহাবস্থান: বিক্রির জন্য রায়গঞ্জের বাজারে পাশাপাশি বিভিন্ন দলের প্রতীক দেওয়া পতাকা। নিজস্ব চিত্র

এক দিকে নরেন্দ্র মোদী। অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দলের দুই প্রধান ভরসা। কিন্তু তাঁদের সঙ্গে রয়েছেন প্রিয়রঞ্জন দাশমুন্সিও।

Advertisement

শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভার পরে বিজেপি পালে হাওয়া ভালই লাগবে বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু তৃণমূলের পাল্টা দাবি, বাংলার মানুষ মোদীকে এমনিতেই প্রত্যাখ্যান করেছে। মোদী হাওয়া তেমন প্রভাব ফেলবে না বলেই দাবি করেছে বামেরাও।

তবে মোদীর সভার পরেই নির্বাচনের কয়েক দিন আগেই রায়গঞ্জ ও ইসলামপুরে দু’টি সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। হেভিওয়েট দিয়ে প্রচার করা কথা কংগ্রেসেরও।

Advertisement

গত লোকসভা নির্বাচনে মাত্র ১ হাজার ৬৩৪ ভোটেই কংগ্রেসের দীপা দাশমুন্সিকে হারিয়ে জয়ী হয়েছিলেন সিপিএমের মহম্মদ সেলিম। ভোট ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন তিনি। তৃণমূল থেকেও প্রার্থী হয়েছেন গত লোকসভা নির্বাচনে দীপার ঘনিষ্ঠ বলেই পরিচিত ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল। সব থেকে পরেই প্রার্থী পদ ঘোষণা হয়েছে বিজেপির দেবশ্রী চৌধুরির নাম। তাঁর উপর ভর করেই প্রচারে ব্যস্ত বিজেপিও।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কয়েক মাস আগে ইসলামপুরের দাড়িভিটে ছাত্র মৃত্যুকে ঘিরে বিজেপির আন্দোলন তৃণমূলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল বলে দাবি গেরুয়া শিবিরের। তার মধ্যেই বিজেপির ধর্মঘটের দিন শহরের দোকানের তৃণমূল কর্মীদের দোকানে ঢিল ছুড়ে হামলার ঘটনা ভোটের বাক্সে অনেকটাই প্রভাব ফেলতে পারে বলেই মনে করেছে অনেকেই।

গত লোকসভা নির্বাচনে ইসলামপুর বিধানসভা এলাকাতে ৩৬ হাজার ৬৪৫ ভোট পেয়ে প্রথম স্থানে ছিল বিজেপি। এ বারও ফল ভাল হবে বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব। বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, ‘‘মোদী হাওয়া কাজ করছে এলাকাতে। তার মধ্যেই দাড়িভিট কাণ্ড, রাজ্য জুড়ে যা পরিস্থিতি, সমস্ত কিছু দেখেই এবার মানুষ অন্য দলগুলির দিক থেকে মুখ ফিরিয়ে আমাদের চাইছে।’’

যদিও কানাইয়ালাল বলেন, ‘‘মিথ্য প্রতিশ্রুতি দিয়েই চলছে বিজেপি। নির্বাচনে মানুষ আমাদের স্বতঃস্ফুর্ত ভাবে জিতিয়ে নিয়ে আসবে।’’ সিপিএমের জেলা কমিটির অন্যতম সদস্য বিকাশ দাশ বলেন, পাশের লোকসভা কেন্দ্রেই তো এত দিন বিজেপি ছিল। সেখানে বার বারই আশান্তির আগুন দেখা দিয়েছে। সেলিম এলাকার মানুষের উন্নয়ন করেছেন। আবার কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি হাজি মুজাফ্ফর হুসেন বলেন, ‘‘প্রিয়রঞ্জন দাশমুন্সি মানুষের হৃদয়ে বসে রয়েছেন এখানে কংগ্রেসই জিতবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন