‘হনুমান দল’-এর প্রচারে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প

বলরামপুরে বরাবরই প্রভাব রয়েছে বজরং দলের। সেই সূত্রে ওই অঞ্চলে প্রভাব বাড়িয়েছে বিজেপি। তারা ভাল ফলও করেছে পঞ্চায়েত ভোটে।

Advertisement

প্রশান্ত পাল

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:২৮
Share:

বলরামপুরে তৈরি হচ্ছে হনুমান মূর্তি। নিজস্ব চিত্র

ব্যানারের এক প্রান্তে ‘বজরংবলি’, অন্য প্রান্তে ‘শ্রীরাম’। পঞ্চায়েত ভোটে বিজেপির কাছে হেরে যাওয়া বলরামপুরে এখন তৃণমূল সরকারের নানা প্রকল্পের প্রচারে নেমেছে ‘সঙ্কটমোচন হনুমান দল’। ওই ব্যানার তাদেরই।

Advertisement

বলরামপুরে বরাবরই প্রভাব রয়েছে বজরং দলের। সেই সূত্রে ওই অঞ্চলে প্রভাব বাড়িয়েছে বিজেপি। তারা ভাল ফলও করেছে পঞ্চায়েত ভোটে। কিন্তু লোকসভা ভোটের আগে এলাকায় চোখে পড়ার মতো বাড়ছে ‘সঙ্কটমোচন হনুমান দল’-এর সক্রিয়তা।

কী করছে তারা?

Advertisement

সংগঠনটি প্রচুর ব্যানার, হোর্ডিং দিয়েছে ব্লকের বিভিন্ন প্রান্তে। গাড়িতে মাইক লাগিয়ে করছে প্রচার। শালবন মোড়ে তিন তলা বাড়ির মাপে বজরংবলির একটি মূর্তিও গড়ছে। সংগঠনের বলরামপুর ব্লক সভাপতি হৃষিকেশ গঁরাই জানাচ্ছেন, প্রচারের লক্ষ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘরে-ঘরে জানানো।

জেলা তৃণমূলের অন্যতম শীর্ষনেতা তথা জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘‘সঙ্কটমোচন হনুমান দল সকলের কাছেই পৌঁছবে। নামেই নিহিত রয়েছে যে, এই সংগঠন সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করার চেষ্টা করবে।’’

২০১৮ সালে পঞ্চায়েত ভোটের আগেই আত্মপ্রকাশ সঙ্কটমোচন হনুমান দলের। বলরামপুর দেখেছে, বজরং দলের তুলনায় কার্যকলাপের নিরিখে কিছুটা ‘স্তিমিত’ ছিল তারা। পঞ্চায়েত ভোটের পরে ছবিটা বদলায়। ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত স্তরে কমিটি গড়া, ব্লক কমিটি গড়ে ‘সঙ্কটমোচন হনুমান দল’ এখন মাথা ঘামাচ্ছে গ্রাম সংসদ স্তরের কমিটি গড়া নিয়ে। তাদের সদস্য সংখ্যা এখন হাজার দুয়েক। সংগঠনের অনুষ্ঠানে সামনের সারিতে যাঁদের দেখা যায়, তাঁরা সকলেই এলাকায় তৃণমূলের নেতা-কর্মী বলে পরিচিত।

গেরুয়া শিবিরের মোকাবিলার ঘাঁটি হিসেবে বলরামপুরকে বেছে নেওয়া হল কেন? তৃণমূলের স্থানীয় সূত্রের দাবি, ঝাড়খণ্ড লাগোয়া হিন্দিভাষীদের এলাকায় ‘শ্রীরামচন্দ্র’ বা ‘বজরংবলীর’ ভক্তের সংখ্যা নেহাত কম নয়। পঞ্চায়েত ভোটের আগে থেকেই এ রাজ্যের হিন্দিভাষী ভোটারদের বাড়তি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। সেই নীতির সঙ্গে সাযুজ্য রেখেই কাজ করছে এই সংগঠন। তা ছাড়া, পঞ্চায়েত ভোটের আগে বলরামপুরে দুই বিজেপি কর্মীর অপমৃত্যুর মামলায় এলাকার এক তৃণমূল নেতার ছেলে গ্রেফতার হওয়ায় দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই বলরামপুরে তৃণমূলের তরফে ‘হৃত মর্যাদা’ ফেরানোর বাড়তি চেষ্টা রয়েইছে।

তৃণমূলের বলরামপুর ব্লক সভাপতি অঘোর হেমব্রম বলেছেন, ‘‘সঙ্কটমোচন হনুমান দলের কর্মীরা তৃণমূলের কথা প্রচার করবেন না। ওঁরা মুখ্যমন্ত্রীর করা উন্নয়নের কথা প্রচার করবেন। আমরা ওঁদের পাশে থাকব।’’

বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর মন্তব্য, ‘‘তৃণমূল যদি বজরংবলি আর শ্রীরামের নাম ভাঙিয়ে হনুমান দলের মাধ্যমে প্রচার করে, তাতে লাভবান হব আমরাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement