general-election-2019-west-bengal

নুসরত সুন্দরী! আমি দেখতে সুন্দর নই: মমতা

ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও  দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৯ ০৩:৩১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় এবং নুসরত জহান। ছবি: পিটিআই।

নুসরত জহানের সঙ্গে নিজের তফাৎ একটাই। সেটা কী? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’’

Advertisement

শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরতকে সঙ্গে নিয়ে বক্তৃতা করছিলেন মমতা। সেখানেই তিনি বলেন, ‘‘নুসরত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরত মুসলমান। আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ওরও যা রক্ত, আমারও তাই রক্ত। ওরও দু’টো চোখ, আমারও দু’টো চোখ।

ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার। একটাই পার্থক্য। ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

শোনামাত্র নুসরত নিজে হেসে ফেলেন। হাসতে থাকেন শ্রোতারাও। মমতাও হাসেন। হেসে বলেন, ‘‘আরে একটু হাসাতেও তো হয়, না! সব সময় গম্ভীর থাকলে কি হয়?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement