Lok Sabha Election 2019

‘বাংলায় জয় শ্রীরাম বললে জেলে পাঠাচ্ছেন দিদি’, অভিযোগ মোদীর

তমলুকে সভা সেরে ঝাড়গ্রামে যান মোদী। সেখানে পশ্চিমবঙ্গে রাম-নাম নেওয়া অপরাধ কি না প্রশ্ন তোলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৬:১৭
Share:

তমলুকের সভায় নরেন্দ্র মোদী। ছবি: বিজেপির টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

চন্দ্রকোনায় যাওয়ার পথে গত শনিবার ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনে কনভয় দাঁড় করিয়ে রুখে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেইঘটনা প্রসঙ্গে তাঁকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চম দফার ভোট চলাকালীন সোমবার তমলুকে নির্বাচনী জনসভা ছিল তাঁর। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। মোদীর অভিযোগ, “বাংলায় জয় শ্রীরাম বললে মানুষকে জেলে পোরা হয়।”

Advertisement

ওই দিন চন্দ্রকোনায় পদযাত্রা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। খড়্গপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে সাদা স্করপিওতে চেপে কনভয় নিয়ে যাচ্ছিলেন তিনি। মাঝপথে রাধাবল্লভপুর গ্রামে তাঁর কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় একদল ছেলে। স্লোগান শোনা মাত্রই গাড়ি থেকে নেমে আসেন মমতা। তাঁকে দেখে কয়েকজন পালাতে শুরু করলে, তাদের উদ্দেশে চেঁচিয়ে মমতা বলেন, ‘‘পালাচ্ছিস কেন? আয়...’’

সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে। বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়েরতীব্র আক্রমণ করা হয়েছে। এ দিনের জনসভায় মোদী সেই প্রসঙ্গ টেনে আনেন। ‘‘গদি হারানোর ভয় চেপে বসেছে, তাই ভগবানের নাম নিতেও এখন মমতা ইতস্তত করছেন,’’— বলে তোপ দাগেন। নরেন্দ্র মোদী বলেন, “বাংলায় এখন এমন পরিস্থিতি যে, কেউ জয় শ্রীরাম বললে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠাচ্ছেন মমতাদিদি। রাজনীতিতে টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে দিদির। ভয় পেয়েছেন উনি।”

Advertisement

আরও পড়ুন: ফোন করলে ধরেন না! মমতার ‘অহঙ্কার’ নিয়ে মোদীর তোপ, পাল্টা আঙুল মমতারও​

বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজোর অনুমতি দেওয়া হয় না বলে এর আগে একাধিক বার অভিযোগ করেছে বিজেপি। নির্বাচনী প্রচারে একই অভিযোগ করেছেন নরেন্দ্র মোদীও। এ দিন ফের সে প্রসঙ্গতোলেন তিনি। চন্দ্রকোনার ওই ঘটনার উল্লেখ করে মোদী বলেন, “দিদির এমন আচরণের জন্যই বাংলার মানুষ পুজোআচ্চা এবং ধর্মীয় অনুষ্ঠানের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”

আরও পড়ুন: ‘ঠাকুমা’র ভোট দিলেন নাতি, বুথে বহিরাগত, আরামবাগে একাধিক অভিযোগ নিয়ে সরব বিরোধীরা​

তমলুকে সভা সেরে ঝাড়গ্রামে যান মোদী। সেখানে পশ্চিমবঙ্গে রাম-নাম নেওয়া অপরাধ কি না প্রশ্ন তোলেন তিনি। মোদী বলেন, “বাংলায় এখন রাম-নাম নেওয়া কি অপরাধ? ভগবান রামের সামনে সকলের অহঙ্কার চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে দিদি। আপনার অহঙ্কার আর কত দিন থাকবে? বিজেপি ভাগবান রামকে পোলিং এজেন্ট বানিয়েছে বলে অভিযোগ করছেন মমতাদি। আমি ওঁকে জানাতে চাই যে, ভগবান রাম আমাদের শিরায় শিরায় রয়েছেন। উনি আমাদের সংস্কার, উনি আমাদের প্রেরণা।” এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। সতর্ক না হলে ২৩ মে-র পর মমতা এ রাজ্যে থাকতে পারবেন না বলে হুমকিও দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন