Lok Sabha Election 2019

লুটেরা চৌকিদার— কাজের কাজ করেন না, নাগরাকাটায় মোদীকে আক্রমণ মমতার

নিজেকে দেশের চৌকিদার বলে তুলে ধরা মোদী একজন মিথ্যাবাদী, লুটেরা। কাজের কাজ না করে শুধু বকবক করে চলেন। নাগরাকাটার জনসভা থেকে এ ভাবেই মোদীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ১৪:৪৬
Share:

—ফাইল চিত্র।

একের পর এক নির্বাচনী জনসভায় মোদীকে আক্রমণ করে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ময়নাগুড়ির জনসভায় নরেন্দ্র মোদকে ডাকাত বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ, সোমবার নাগরাকাটার জনসভা থেকে মোদীকে লুটেরা বলে আক্রমণ করলেন তিনি। তোপ দাগেন মোদীর বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প নিয়েও।

Advertisement

নিজেকে দেশের চৌকিদার বলে তুলে ধরা মোদী একজন মিথ্যাবাদী, লুটেরা। কাজের কাজ না করে শুধু বকবক করে চলেন। নাগরাকাটার জনসভা থেকে এ ভাবেই মোদীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপশি বেকার সমস্যা, জিএসটি, নোটবন্দি, এনআরসি-সহ বিভিন্ন বিষয় নিয়ে মোদীর বিরুদ্ধে তোপ দাগেন। জনগণের উদ্দেশে মমতা জানান, যেখানে তিনি পশ্চিমবঙ্গে ৪০ শতাংশ বেকার সমস্যার সমাধান করেছেন, সেখানে মোদীর জমানায় মাত্র ৫ বছরে ২ কোটি লোকের চাকরি গিয়েছে। বাংলার মানুষ হাসছেন আর সারা ভারতের মানুষ কাঁদছেন, দাবি মমতার। লোকসভা নির্বাচনে জনগণকে তিনি মোদীর কুর্সি কেড়ে নেওয়ার আহ্বান জানান।

এর আগের দিন রবিবার ময়নাগুড়িতে জনসভা করেন মমতা। তাঁর জনসভার ঠিক আগে ওই দিনই কোচবিহারের রাসমেলার মাঠে সভা করেন নরেন্দ্র মোদী। জনসভায় ভিড়ের দিকে আঙুল দেখিয়ে মোদী বলেছিলেন, ‘‘আপনারা মোদী মোদী যত করেন, একজনের ঘুম উড়ে যায়, জানেন তিনি কে? তিনি পশ্চিমবঙ্গের স্পিডব্রেকার দিদি। রাতে শান্তিতে ঘুমোতে পারছেন না তিনি।’’ এর পরই ময়নাগুড়িতে মোদী মোদীকে ডাকাত বলে আক্রমণ করে বলেন, ‘‘দিদির সারা শরীর মারে ক্ষতবিক্ষত। আপনাদের মতো ডাকাতদের দিদি ভয় পায় না। দিদি ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এত ‘আন্ডার এস্টিমেট’ করার কোনও কারণ নেই।’’

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরও পড়ুন: জাতীয়তাবাদ আর সুশাসনের মন্ত্র শোনালেন মোদী, বিজেপির ইস্তাহারে ফের রামমন্দির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement