Lok Sabha Election 2019

গদা দিয়ে কার মাথা ফাটাবেন? শিলিগুড়ির সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতার

মমতার অভিযোগ, বিজেপি হিংসা ও সন্ত্রাস ছড়ানোর রাজনীতি করছে এ রাজ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৬:১৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

গদা দিয়ে কার মাথা ফাটাবেন, তলোয়ার দিয়ে কার গলা কাটবেন?— রামনবমীর আগে শিলিগুড়ির জনসভা থেকে শনিবার এ ভাবেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

রাজ্য জুড়ে ইতিমধ্যেই রামনবনীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এ বারও দিকে দিকে সশস্ত্র মিছিলের ডাক দিয়েছে বিজেপি। মমতার অভিযোগ, বিজেপি হিংসা ও সন্ত্রাস ছড়ানোর রাজনীতি করছে এ রাজ্যে। কিন্তু সেটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। কিছু রাজনৈতিক দল রাজ্যে মিথ্যা ধর্মের আমদানি করছে বলেও অভিযোগ তোলেন মমতা। বলেন, “ধর্ম মানে যুদ্ধ নয়, মানবিকতা।” পাশাপাশি এটাও বলেন, “ধর্ম বেচে খেলে হবে না। আমরা ধর্ম বেচে রাজনীতি করি না।”

এই সভা থেকেই মোদীকে ক্ষমতাচ্যুত করার ডাক দেন মমতা। আগে তিনি বলেছিলেন ৫৪৩টি আসনের মধ্যে ১০০টার বেশি পাবে না বিজেপি। এ দিন বললেন, প্রথম দফার ভোটে ৯১টি আসনের মধ্যে ১০টিও পাবে না বিজেপি।

Advertisement

আরও পড়ুন: ‘রাজ্যে কী চলছে, দেখতে চাই’, সোনা কাণ্ডের শুনানিতে তীক্ষ্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

যে দল যেখানে শক্তিশালী সেখানে তাদের ভোট করার আহ্বানও জানান মমতা। বলেন, “তৃণমূল যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেসকে কেন ভোট দেবেন?” এনআরসি, নোটবন্দি নিয়েও নিয়েও মোদী-শাহ জুটিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement