Lok Sabha Election 2019

বিজেপি শুধু দাঙ্গা লাগিয়ে বেড়ায়, গোয়ালতোড়ে বললেন মমতা

নোটবন্দি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন মমতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৪:৪১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

দলীয় কর্মীর হয়ে প্রচারে গিয়ে গোয়ালতোড়ের সভা থেকে ফের বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “একসময় গড়বেতা, চমকাইতলা অত্যাচারীদের জায়গা ছিল। মানুষ শান্তিতে থাকতে পারতেন না। আমরা মাওবাদী সমস্যা মিটিয়েছি।”

Advertisement

মমতা আরও বলেন, “গতবছর পাঁচ রাজ্যে নির্বাচনের আগে পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের মতো রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। কিন্তু মাওবাদী সমস্যা মেটাতে পারেনি। আমরা করে দেখিয়েছি।”

নোটবন্দি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “নোটবন্দি করে দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে মোদী সরকার। বহু ছেলেমেয়ে চাকরি হারিয়েছেন। ভিন রাজ্যে এতদিন যাঁরা কাজ করতেন, সেই সব বাঙালি ফিরে আসতে বাধ্য হয়েছেন।”

Advertisement

আরও পড়ুন: ‘এই পালিয়ে যাচ্ছিস কেন? সামনে আয়’, রাম-ধ্বনি শুনে রুখে দাঁড়ালেন মমতা​

দিল্লিতে এ বার জনগণের সরকার। বাংলায় কাঁকর দিয়ে রসগোল্লা তৈরি করে দেব বিজেপিকে। সারাবছর নাক ডেকে ঘুমোয় বিজেপি। শুধু ভোটের সময় ওদের দেখা মেলে। বাকি সময় দাঙ্গা লাগিয়ে বেড়ায়। দুর্যোগের সময় আমি দিল্লি বা কলকাতায় বসে থাকিনি, বরং খড়্গপুর থেকে পরিস্থিতির দিকে নজর রেখেছিলাম। আপনাদের ক্ষতি হতে দিইনি। বিজেপি কাজ করে না, শুধু প্রচার করে। ওদের হারাতে হবে। এই মুহূর্তে সঙ্কটজনক অবস্থা দেশের। পাঁছ বছর শুধু বিদেশ ঘুরেছেন মোদী।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করেই প্রচার, সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিস দিল কমিশন​

মোদীর আমলে তিন কোটি মানুষ চাকরি হয়েছেন। সাঁওতালি অ্যাকাডেমি তৈরি করেছি আমরা। আদিবাসীদের জন্য অনেক কাজ করেছি আমরা। আমরা মাওবাদী সমস্যা মিটিয়েছি। এতদিন ক্ষমতায় থেকেও বহু রাজ্যে তা করে উঠতে পারেনি বিজেপি। বিজেপি মিথ্যা কথা বলছে। মানুষকে ভুল বোঝাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন