Lok Sabha Election 2019

মরে গেলেও বিজেপির স্লোগান আমার মুখ দিয়ে বেরোবে না, রানিবাঁধে বললেন মমতা

বিজেপি সরকারের আমলে ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছে বলেও অভিযোগ তোলেন মমতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ১৩:৩৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: তৃণমূলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

বাঁকুড়ার রানিবাঁধে সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে ফের নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “দাঙ্গা লাগানো ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি ওরা। শুধু মানুষ খুন করেছে। ”

Advertisement

বিজেপি সরকারের আমলে ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছে বলেও অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, “বাংলায় আমরা কৃষকদের খাজনা মকুব করে দিয়েছি। এমনকি কৃষিজমিতে মিউটেশন ফিও মকুব করে দিয়েছি। শস্য বিমা খাতেও এক হাজার কোটি টাকা দিচ্ছে আমাদের সরকার। বিজেপি অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিলেও ওদের আমলে ১২ হাজার কৃষক না খেতে পেয়ে আত্মঘাতী হয়েছেন।”

‘জয় হিন্দ’ স্লোগানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সম্প্রতি বিজেপির রোষে পড়েছেন মমতা। কিন্তু বিজেপি যা বলবে, তা মানতে তিনি বাধ্য নন বলে এ দিন জানিয়ে দেন তিনি। মমতা বলেন, “তুমি যাকে বলবে , তাকেই মানতে হবে নাকি? আমি মানব না।ভারতবর্ষ এবং বাংলার মাটিতে আমি সব ধর্ম, সব ঠাকুর এবং সব সংস্কৃতি মানি। আমাদের স্লোগান ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’, ‘জয় জওয়ান জয় কিসান’, ‘মা-মাটি-মানুষ’। মরে গেলেও বিজেপির স্লোগান আমার মুখ দিয়ে বেরোবে না, এটা মনে রাখবেন।”

Advertisement

আরও পড়ুন: বিরোধীদের দাবি খারিজ সুপ্রিম কোর্টে, গোনা হবে দুই শতাংশ ভিভিপ্যাটই​

বাংলা থেকে সব অশুভ শক্তিকে বিদায় করুন। দিল্লি থেকে বিদায় করুন বিজেপিকে। আগামী দিনে সব দলকে নিয়ে সরকার গড়বে আমাদের তৃণমূল। লালমাটির রাস্তায় কাঁকর দিয়ে লাড্ডু বানিয়ে খেতে দেব মোদীকে। মিথ্যা কথা বলার জন্য দাঁত ভেঙে যাবে ওঁর। বিজেপিকে এ বার বিদায় দিন। ভোট চাইতে এসে টাকা দিলে নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন না বিজেপিকে। তুমি যাকে মানতে বলবে আমি তাকে মানব না। ভারতবর্ষ এবং বাংলার মাটিতে আমি সব ধর্ম, সব ঠাকুর, সব সংস্কৃতি মানব। আমাদের স্লোগান ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’। আমাদের স্লোগান ‘জয় জওয়ান জয় কিসান’, আমাদের স্লোগান ‘মা-মাটি-মানুষ’। আপনারা একটাও দেব-দেবীকে মানেন না। আপনারা শুধু ধর্মের নামে দাঙ্গা বাঁধান। বিজেপির স্লোগান দিই না আমি। মরে গেলেও ওদের ওই স্লোগান আমার মুখ দিয়ে বেরোবে না। আমি সব ধর্ম মানি। এখানে এসে মিথ্যা কথা বলেন মোদী। বলেন দুর্গাপুজো করতে দিই না। মা দুর্গার ক’টা হাত জানেন উনি। দেশের সবচেয়ে বড় দুর্যোগ মোদী। ব্রিটিশদের বিরুদ্ধে কোনও আন্দোলন করেছিল মোদীর দল? দেশভক্তি নিয়ে বড় বড় কথা বলার আগে নাথুরাম গডসে কে ছিল বলুন দেখি? পাঁচ বছর ধরে শুধু বিদেশ ঘুরে বেরিয়েছেন নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের জন্য কিছু করেননি। ওঁকে ভোট দেবেন কেন? আদিবাসীদের জমি জোর করে নেওয়া যাবে না।

আরও পড়ুন: রাজ্যে বিজেপিকে ৩২ আসন দিলেন মোদী, দিদি দিলেন গোল্লা​

নরেন্দ্র মোদীর আমলে তিন কোটি ছেলেমেয়ের চাকরি গিয়েছে। ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, কোথায় গেল সেই টাকা? ‘অচ্ছে দিন’-এর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। দেশে হিংসা ও বিভাজনের রাজনীতি করছে ওরা। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি বিজেপি। ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, কোথায় গেল সেই টাকা? অচ্ছে দিনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। দেশে হিংসা ও বিভাজনের রাজনীতি করছে ওরা। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি বিজেপি। মুকুটমণিপুরে সরকারি কলেজ, আইটিআই কলেজ তৈরি করেছি আমরা। রাস্তাঘাটের উন্নয়ন করেছি। তৈরি করেছি মডেল স্কুল। ঝাড়খণ্ড -ছত্তীসগড়ে আজও মাওবাদী সমস্যা অব্যাহত। মাওবাদী সমস্যার সমাধানে ব্যর্থ মোদী সরকার। জঙ্গলমহলকে মাওবাদী মুক্ত করেছি আমরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement