Lok Sabha Election 2019

আরএসএস-এর লোকে ভরে গিয়েছে নির্বাচন কমিশন, তোপ মমতার

অমিত শাহের জন্যই মঙ্গলবার বিজেপি-র মিছিলে হামলা করেছে বহিরাগতরা। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোবাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ২১:০০
Share:

—ফাইল চিত্র।

নির্বাচন কমিশনের ‘অভূতপূর্ব’ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিজেপি-র বিরুদ্ধে লড়াইকে তীব্রতর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন ভাবে নির্বাধিত সময়ের আগেই এ রাজ্যে ভোটের প্রচার বন্ধ করে দেওয়া, রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া, এডিজি সিআইডি পদে থাকা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে অপসারিত করা— নির্বাচন কমিশনের একের পর সিদ্ধান্তের পর তোপ দাগলেন মমতা।

Advertisement

বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন তিনি। আরএসএস-এর লোকে ভরে গিয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের কোনও অভিযোগই শুনছে না কমিশন। প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, অমিত শাহের জন্যই মঙ্গলবার বিজেপি-র মিছিলে হামলা করেছে বহিরাগতরা।

বুধবার রাতে নির্বাচন কমিশন ঘোষণা করে, আগামিকাল থেকেই রাজ্যে শেষ দফার ভোট প্রচার বন্ধ করতে হবে এ রাজ্যে। নজিরবিহীন ভাবে নির্ধারিত সময়ের এক দিন আগেই শেষ দফার ভোট প্রচার বন্ধ করে দিল নির্বাচন কমিশন।

Advertisement

আরও পড়ুন: বিদ্যাসাগর মূর্তি ভাঙা নিয়ে অমিত শাহের সমর্থনে একটি কথাও বললেন না মোদী

সেই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিল কমিশন। তাঁর কাজকর্ম দেখভাল করবেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে। অন্য দিকে বর্তমানে এডিজি সিআইডি পদে থাকা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও অপসারিত করে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের নির্দেশ, কাল শুক্রবার সকাল দশটার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করতে হবে রাজীব কুমারকে।

এক নজরে দেখে নিন, বুধবার সাংবাদিক বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—

• রাজীব কুমারকে নিয়ে এত সমস্যা কেন? বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ও তিনি ভাল অফিসার ছিলেন।

• মানুষই শেষ কথা বলবে। মানুষই সুপ্রিম।

• আমি সব রেকর্ড রাখছি। কমিশনের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যাচ্ছি না।

• মিডিয়া, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, সবাই হুমকির মুখে রয়েছে।

• বিকেল ৪টে থেকে ৫টা বেহালায় মিথিল করব।

• পরশুদিন ছিল, কিন্তু কালই ১টার সময় মথুরাপুরে সভা করব।

• বিজেপি যা করেছে, তা দুষ্কৃতী ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ফল।

• বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর নির্বাচন কমিশন পুরস্কার দিয়েছে মোদী ও অমিত শাহকে।

• মোদীকে তাড়ান। আমরা ভোটবাক্সে এর জবাব দেব।

• বিজেপি-কে একটিও ভোট দেবেন না।

• বাংলার মানুষ রেগে রয়েছে, ১৯ তারিখ তার জবাব দেবে। মোদী যে অসম্মান করেছেন, মানুষ তার জবাব দেবে।

• আরএসএস-এর লোকে ভরে গিয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের কোনও অভিযোগই শুনছে না কমিশন।

• এই সিদ্ধান্ত অভূতপূর্ব, অনৈতিক।

• কেন নির্বাচন কমিশন অমিত শাহকে বরখাস্ত করে ব্যবস্থা নিল না? কেন আজই প্রচার বন্ধ করল না? কেন, কাল মোদীর সভা আছে, তাই?

• বিধাননগরের সিপি-কে চেঞ্জ করেছে, সব কিছু ‘গদ্দার’-এর কথায়?

• কলকাতার পুলিশ কমিশনারকে কেন বদলি করা হল?

• নির্বাচন কমিশনকে বিজেপি যা বলছে, তাই করছে?

আরও পড়ুন: দেশে প্রথম ৩২৪ ধারা প্রয়োগ! রাজ্যে কালই শেষ ভোটপ্রচার, অপসারিত স্বরাষ্ট্রসচিব ও রাজীব কুমার

• আমাদের আত্মমর্যাদাকে আঘাত করার পর কোথায় অমিত শাহ, বিজেপি-র বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয়, যারা অন্যায় করল, তাকে পুরস্কৃত করলেন!

• মিছিল করে গন্ডগোল কে করেছে? বিজেপি করেছে।

• আমরা মিছিল করেছি, কোথাও কোনও গন্ডগোল তো হয়নি। অমিত শাহের মিছিলেই যত গন্ডগোল।

• কেশপুর বা অর্জুনের ওখানে একটা ঘটনা ছাড়া কোথাও কোনও হিংসার ঘটনা ঘটেনি।

• আমাদের এখানে আইনশৃঙ্খলার কোনও সমস্যা নেই।

• আমাকে শোকজ করতে পারে।

• এটা অভূতপূর্ব সিদ্ধান্ত।

• এ রকম নির্বাচন কমিশন আমি জীবনে দেখিনি।

• আইপিএস, আইএএস-রা রাজ্য সরকারের অধীনে।

• রাজীবের বিরুদ্ধে এত রাগ কেন? মুকুল রায়, হিমন্ত বিশ্বশর্মাদের বিরুদ্ধে তদন্ত করছে, তাই!

• সুদীপ জৈন চিঠি দিয়ে বলেছিলেন, সবাইকে সমান সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনই তো অমিত শাহের রোড শো-র আয়োজন করে দিয়েছিল।

• উনি কি ভাবছেন ইসি-কে দিয়ে গায়ের জোরে সব করিয়ে নেবেন।

• মোদী বাংলাকে ভয় পাচ্ছেন, আমাকে ভয় পাচ্ছেন, আমরা চ্যালেঞ্জ করেছি তাই।

• সেন্ট্রাল ফোর্স গন্ডগোল পাকায়।

• বাংলা কিন্তু অন্য রাজ্যের মতো নয়।

• নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ারই এটা ফল।

• সকালে দেখলাম, অমিত শাহ সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন।

• বাইরে থেকে আনা গুন্ডারা গেরুয়া ফেট্টি বেঁধে গেরুয়া পাঞ্জাবি পরে দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছে।

• ভিডিয়োতে ডেরেক দেখিয়েছে, অন্যায় করল বিজেপি গুন্ডারা। অমিত শাহ-গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল।

• বাংলার মানুষ বরদাস্ত করবে না।

• আমাদের মিছিলে কোনও বাইরের লোক আনতে হয়নি।

• অমিত শাহের নেতৃত্বে হামলা হয় বিদ্যাসাগরের মূর্তিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন