লোকসভা নির্বাচন ২০১৯

বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে মেরে বাংলা দখল করা যাবে না, আগরপাড়ায় তোপ মমতার

আগরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরপাড়া শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৬:৪৪
Share:

আগরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় দমদমের তৃণমূলপ্রার্থী সৌগত রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে তোপ দাগলেন তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রীর বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল গতকাল অমিত শাহের রোড শো চলাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর কলেজের সামনের তাণ্ডবের ঘটনা। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। পাশাপাশি, তাঁর দাবি বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড থেকে লোক এনে তাণ্ডব চালানোর পরিকল্পনা করেছিল বিজেপি।

কী বললেন মমতা

Advertisement

• একটা ভোট মানে একটা বদলা। সৌগত রায়কে ভোট দিয়ে জিতিয়ে সংসদে পাঠান।

• বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে মেরে বাংলা দখল করা যাবে না

• মোদী যতই মিটিং করুক, আমাদের কিছুই এসে যায় না। যত বেশি মিটিং করবে, তত ভোট কমবে ওদের।

• সৌগত রায় অত্যন্ত মূল্যবান সাংসদ। সংসদে নাগরিকত্ব বিলের প্রতিবাদে সরব হয়েছেন। অসমের অসংখ্য মানুষকে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত করছে বিজেপি।

• বেলেঘাটার বাড়ি থেকে দাঙ্গার বিরুদ্ধে হেঁটেছিলেন মহাত্মা গাঁধী, আমরাও আজকে রাস্তায় হাঁটবো ওই বাড়ির সামনে থেকেই।

• বাংলা, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, সব জায়গায় গোহারা হারবে বিজেপি আর নরেন্দ্র মোদী।

• বাংলার সংস্কৃতি ধ্বংস করতে চাইছে বিজেপি। এরা বাংলার সংস্কৃতি, ঐতিহ্য জানে না।

• টাকিতে জনসভায় কী বললেন, মোদী তা আগরপাড়ার জনসভায় শোনালেন মমতা।

টাকিতে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

• বাংলার সংস্কৃতি দেখে লজ্জা হয় ওদের। ভাড়াটে গুন্ডা নিয়ে এসে তাণ্ডব চালিয়েছে ওরা।

• হনুমান সাজিয়ে মিছিল করেছে, এটা রাজনৈতিক মিছিল নাকি চরকের মিছিল?

• সব গেস্ট হাউসে এসে ঘাঁটি গেড়েছে, গেস্ট হাউস খালি করে দিতে বলেছি।

• কালকের রোড শোতে ঝাড়খণ্ড, বিজেপি, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে গুন্ডা নিয়ে এসেছিল বিজেপি।

• বিদ্যাসাগরের উপর হামলা মানে বাংলার উপর আক্রমণ।

• পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি।

• আগরপাড়ায় বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দমদমের তৃণমূলপ্রার্থী সৌগত রায়ের সমর্থনে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন