হ্যাঙ্গার ব্রিগেডে অভিভূত মোদী, মমতা বললেন ‘টাকার হাঙর’

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, তৃণমূল এবং সিপিএমের ব্রিগেড সমাবেশের সামনে এ দিনের ভিড় নেহাতই ‘মামুলি’। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০৩:১৩
Share:

—ফাইল চিত্র।

ভোটে কী হতে পারে, রাজনৈতিক পণ্ডিতেরা ব্রিগেড সমাবেশ দেখে তা বিচার করুক। বুধবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বিজেপির সভার ভিড় দেখে দৃশ্যত ‘অভিভূত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, ‘‘এমন ভিড় কখনও দেখেনি ব্রিগেড।’’ যদিও রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, তৃণমূল এবং সিপিএমের ব্রিগেড সমাবেশের সামনে এ দিনের ভিড় নেহাতই ‘মামুলি’।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন দিনহাটার সভায় বলেন, ‘‘কোনও দিন শুনেছেন কেউ হ্যাঙ্গারে মিটিং করে? টাকার হাঙর যারা তারাই হ্যাঙ্গারে মিটিং করে।’’

বিজেপির ব্রিগেড সমাবেশকে ‘ফ্লপ’ বলে অভিহিত করে সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মন্তব্য, ‘‘ব্রিগেডে উনি দূষণ ছড়ালেন। আমরা আগেই বলেছিলাম, তৃণমূল এবং বিজেপির ব্রিগেড সমাবেশ যেরকম হবে, তার চেয়ে আমাদের ‘পিপলস ব্রিগেড’ ভাল হবে। আজ সেটাই প্রমাণিত হল।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ব্রিগেডের ভিড় নিয়ে বিতর্ক আছে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যেও। নির্বাচনে টিকিট না পাওয়া দলের একাংশ দাবি করে, ভিড়ের নিরিখে ‘ফ্লপ’ সমাবেশ। হ্যাঙ্গার ভরলেও মাঠ ভরেনি। যদিও দলের অধিকাংশ নেতার মতে, কলকাতায় দলের এত বড় সভা আগে হয়নি। মঙ্গলবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রীর পাশাপাশি জার্মান হ্যাঙ্গার দেখতেও লোকে আসবেন। সেটাও একটা চমক।’’ এ দিন তাঁর মন্তব্য, ‘‘এত গরমেও মানুষ ছায়া পাচ্ছেন। কষ্ট হচ্ছে না।’’ মোদী সভায় পৌঁছনোর আগে একই কথা শোনা গিয়েছে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের মুখেও। মমতা অবশ্য বলেছেন, ‘‘২৩ মে হয়ে গেলে ওই হ্যাঙ্গারেই ঢুকে যেতে হবে। ভারতে আর মানুষ রাজ করতে দেবে না।’’

এ দিনের ব্রিগেডে মোট ৯টি হ্যাঙ্গারের ব্যবস্থা ছিল। সবক’টিই ছিল কানায় কানায় পূর্ণ। তবে রেড রোড এবং জওহরলাল নেহরু রোডের দিকের খোলা মাঠ সম্পূর্ণ ভর্তি হয়নি।

ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিন সভা ভাঙার পরে বলেন, ‘‘ঐতিহাসিক সমাবেশ হয়েছে আজ। অতীতের সব ইতিহাস ভেঙে দিয়েছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement