মতুয়াদের নিয়ে টানা-হ্যাঁচড়া চলছে, বললেন সেলিম 

সেলিম ছাড়াও এ দিনের সভায় উপস্থিত ছিলেন  প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ ঘোষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০১:৫০
Share:

বনগাঁয় সেলিম। নিজস্ব চিত্র

মতুয়াদের নিয়ে বিজেপি ও তৃণমূল ভাগাভাগির রাজনীতি করছে বলে অভিযোগ তুললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ শহরের টাউন হল ময়দানে আয়োজিত সভায় এসে সেলিম বলেন, ‘‘হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর (মতুয়াদের ধর্মগুরু) প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে ধ্বজা ধরে নিম্নবর্গের মানুষ, নমঃশূদ্র মানুষের মধ্যে জাগরণ তৈরি করেছিলেন। আর আজকের দিনে বিজেপি-তৃণমূল ভাগাভাগির রাজনীতি করছে। কার ভাগে কত ভোট (মতুয়া ভোট) পড়বে, তা নিয়ে টানা হ্যাঁচড়া চলছে।’’

Advertisement

সেলিম ছাড়াও এ দিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ ঘোষ। সেলিম বলেন, ‘‘মোদী-মমতার মধ্যে কোনও তফাত নেই। দু’জনে মিলে মানুষকে বোকা বানাচ্ছেন।’’

সেলিমের কথায়, ‘‘ঘাসফুল ও কমল ফুল মিলে বাংলার মানুষকে পাঁচ বছর ধরে এপ্রিল ফুল করছে।’’উপস্থিত কর্মী-সমর্থকদের কাছে সেলিম আবেদন করেন, ‘‘বুথে বুথে প্রতিরোধ গড়ে তুলুন। রায়গঞ্জে আমরা প্রতিরোধ করে বুথ দখল বন্ধ করে দেখিয়েছি। আপনারাও করুন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement