‘বাঘিনী’র সঙ্গে সম্পর্ক নেই: মমতা

টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘এ সব কী আজেবাজে কথা ছড়ানো হচ্ছে! কোনও বায়োপিকের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০৩:১৬
Share:

তাঁর ‘জীবনীচিত্রের’ ট্রেলার মঙ্গলবারই নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। ভোটের মধ্যে যে তিনটি পোর্টাল থেকে ‘বাঘিনী’ নামে ওই ছবিটির ট্রেলার ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে। বুধবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে এই ধরনের কোনও সিনেমার সম্পর্ক নেই।

Advertisement

এ দিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘এ সব কী আজেবাজে কথা ছড়ানো হচ্ছে! কোনও বায়োপিকের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কিছু অল্পবয়সি মানুষ যদি কাহিনি সংগ্রহ করে নিজেদের (বক্তব্য) প্রকাশ করেন, সেটা তাঁদের ব্যাপার। এর সঙ্গে আমরা জড়িত নই। আমি নরেন্দ্র মোদী নই। মিথ্যে কথা ছড়িয়ে দয়া করে আমাকে মানহানির মামলা করতে বাধ্য করবেন না।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement