নির্মলার নিশানায় বাংলা, পাল্টা কটাক্ষ পার্থের

পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘দেশের নিরাপত্তা, অর্থনীতি আজ বিপন্ন। ওদের হাতে সীমান্ত সুরক্ষিত নয়। ফলে কেন্দ্রীয় মন্ত্রী আসল বিষয়ে কথা না বলে সস্তা নির্বাচনী প্রচার সেড়েছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৩:১২
Share:

বক্তা: কলকাতায় এক আলোচনা সভায় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার সল্টলেকে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

সভার বিষয় ছিল ‘দেশের নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বের অবস্থান’। অথচ সভার মূল বক্তা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন বিষয়ের ধারে কাছেও না থেকে বক্তৃতার সিংহ ভাগ ব্যয় করলেন তৃণমূলের নিন্দায়। যা নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘দেশের নিরাপত্তা, অর্থনীতি আজ বিপন্ন। ওদের হাতে সীমান্ত সুরক্ষিত নয়। ফলে কেন্দ্রীয় মন্ত্রী আসল বিষয়ে কথা না বলে সস্তা নির্বাচনী প্রচার সেড়েছেন।’’

Advertisement

বিজেপি প্রভাবিত একটি সংস্থার আয়োজনে রবিবার কলকাতায় এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন নির্মলা। প্রায় ৩৮ মিনিটের বক্তৃতায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বলেন, ‘‘তৃণমূল সরকার বাম আমলের ক্লোন। কীসের পরিবর্তন? এই সরকার নিজের দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগ করছে। বাংলা কি দেশের বাইরে?’’

বক্তৃতার শেষ পর্বে অবশ্য নির্মলা স্বীকার করে নেন যে, তিনি বিষয় থেকে সরে এসেছেন। দেশের নিরাপত্তা নিয়ে এর পর বলতে গিয়েও তিনি নিশানা করেন বাংলার শাসক দলকে। তাঁর বক্তব্য, ‘‘বালাকোট নিয়ে বাংলার নেতাদের কথা শুনে মনে হচ্ছে, তাঁরা পাকিস্তান টেলিভিশনের টিআরপি বাড়াতে আসরে নেমেছেন।’’ পার্থবাবুর জবাব, ‘‘ওঁরা সমাজকে দ্বিখণ্ডিত করার রাজনীতি করেন। বাংলার মানুষ ব্যালটে এর উত্তর দেবেন।’’ একই সঙ্গে পার্থবাবুর অভিযোগ, দলীয় রাজনীতি থেকে নিজের মন্ত্রিত্বের পদকে আলাদা করতে পারেননি নির্মলা।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন