general-election-2019-west-bengal

রাজনাথের ফোন-খোঁচা, তপ্ত জবাব দিলেন মুখ্যমন্ত্রীও

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে দু’দিন আগেই রাজ্যে প্রচারে এসে মুখ খুলেছেন। তৎক্ষণাৎ তার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ফণীর সময় তিনি খড়্গপুরে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০১:২০
Share:

বড়বাজারের বিজেপি প্রার্থী রাহুল সিংহের হয়ে প্রচারে রাজনাথ সিংহ। শুক্রবার । ছবি: সুদীপ্ত ভৌমিক।

ফণী-ফোনের বিতর্ক ফের উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিংহের সমর্থনে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে সভায় তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী সাংবিধানিক পদ। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ফোন না ধরে ঠিক করেননি।’’

Advertisement

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে দু’দিন আগেই রাজ্যে প্রচারে এসে মুখ খুলেছেন। তৎক্ষণাৎ তার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ফণীর সময় তিনি খড়্গপুরে ছিলেন। ওই এলাকায় ঝড়ের আশঙ্কা ছিল অনেক বেশি। তাই ভোটের প্রচার বাতিল করে তিনি সেখানে প্রয়োজনীয় তদারকির জন্য থাকা জরুরি বলে মনে করেছিলেন।

শুক্রবার এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিষয়টিকে বড় রাজনৈতিক মাত্রা দেন। তিনি বলেন, ‘‘আমি সেই সময় খড়র্গপুরে ছিলাম। ফোন ধরব কী করে? আমার প্লেন, হেলিকপ্টার নেই! মোবাইলে ফোন করলেই তো পেয়ে যেতেন! উনি তো আমার মোবাইল নম্বর জানেন! ওঁর অফিস তো আমার ফোন, হোয়াটসঅ্যাপ ট্যাপ করে। তা হলে মোবাইলে ফোন করলেন না কেন?’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘উনি বিষয়টা নিয়ে রাজনীতি না করলে কথা বলতাম। এমনি এলে কথা বলতাম। কিন্তু উনি তো কলাইকুণ্ডায় বৈঠক করে ঝাড়গ্রামে গিয়ে বলবেন, এত টাকা দিয়েছেন! আমি তার মধ্যে ঢুকব কেন?’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মমতার আরও প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী সরাসরি রাজ্যের মুখ্যসচিব বা অন্য অফিসারদের সঙ্গে কথা বলেন কোন অধিকারে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন