দস্তানায় সরব সমাজ মাধ্যম

বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন যত এগিয়েছে আসছে, তত উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপ।

Advertisement

শুভাশিস সৈয়দ

বহরমপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০১:৪০
Share:

হাতে মাস্ক পরে যাদবপুরের তৃণমূলের প্রার্থী মিমি ভোটারের সঙ্গে হাত মেলাচ্ছেন।

সাত-সকালে মন্টুর বাবা পড়েছেন বিড়ম্বণায়। মোবাইলের নেট সংযোগ করতেই পরিচিত এক বন্ধু তাঁকে একটি ছবি পাঠিয়েছেন। ছবি খুলে দেখেন—হাতে মাস্ক পরে যাদবপুরের তৃণমূলের প্রার্থী ভোটারের সঙ্গে হাত মেলাচ্ছেন। ওই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিরোধীরা তীক্ষ্ণ মন্তব্যের বাণ ছুড়ছেন সেই ছবির নীচে। তার মধ্যে এক জন যাদবপুরের প্রার্থী হওয়ার আগে দলনেত্রীর সঙ্গে আলাপচারিতার কাল্পনিক সংলাপও লিখে ফেলেছেন—

Advertisement

দিদি: যাদবপুর থেকে তোমাকেই দাঁড়াতে হবে, আমি তো ছড়াও লিখে ফেলেছি। দেওয়ালে লিখো—‘পাবদা চিংড়ি তিমি/যাদবপুরে মিমি।’ কেমন? ভালো না?’’

মিমি: হ্যাঁ, ভাল দিদি। কিন্তু আমি তো রাজনীতির কিচ্ছু জানি না দিদি। কী করে কী হবে?

Advertisement

দিদি: অভিনয়টা তো জানো।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কিন্তু মন্টুর বাবা বুঝে উঠতে পারছেন না ‘মিমি গ্লাভস পরে হাত মেলাতে গেলেন কেন?’ আর ‘গ্লাভস পরে হাত মেলালে ক্ষতিটাই বা কী?’ যিনি ছবিটা পাঠিয়েছেন, তাঁর ইনবক্সে মন্টুর বাবা লিখে পাঠালেন—‘গত কয়েক দিনের প্রচারে রোদে নায়িকার হাতে ‘ট্যান’ পড়ে গিয়েছে। তিনি সাধারণ ভক্তদের সে হাত দেখাতে চাননি।’ সেই বন্ধু পাল্টা মেসেজ করেন—‘হা হা হা’। মন্টুর বাবা পোস্টালেন ‘বিস্ময়ের’ ইমোজি।

বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন যত এগিয়েছে আসছে, তত উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপ। তার মধ্যে কবিতার রসিক মানুষও ছড়ার ছন্দে দু’চার লাইন লিখে বৃষ্টি নামাচ্ছেন। সিপিএমের এক ভক্ত লিখেছেন—‘ফুলেরা যেন না ফোটে/ ফুলে মধু নেই, বিষ/ তাতে শুধু মরেছিস/ ওই ফুল মাংসাশী/ দুই-ই সর্বনাশী/ ওদেরকে কর তুচ্ছ/ তোমার আমার বিজয় আনুক/রক্ত

গোলাপ গুচ্ছ।’

এমনকি নিজেদের কথা রেকর্ড করে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার নতুন কৌশল নিয়েছে সিপিএম। এমনই এক মেসেজ—‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ জন্মভূমি’! বহরমপুরের এক শিক্ষিকা বলছেন, ‘‘বিষয়-ভাবনার মধ্যে এক ধরণের পেশাদারিত্ব রয়েছে, যা নান্দনিকতার সঙ্গে উপস্থাপনা করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন