বাংলা শিখছেন সইফ আলি খান? ছবি: সংগৃহীত।
বাংলা শিখছেন অভিনেতা সইফ আলি খান? বলিপাড়ার অন্দরে খবর এমনই। আগামী তিন মাস কোনও কাজে হাত দেবেন না। শুধুই বাংলা ভাষা, উচ্চারণভঙ্গি রপ্ত করায় মন দেবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা। আর এই খবরেই কৌতূহল অনেকের। তা হলে কি এ বার নবাবকে বাংলা ছবিতে দেখা যাবে?
সবটা খোলসা করতে নারাজ সইফ। এটুকু আভাস দেওয়ার পরেই মুখে কুলুপ এঁটেছেন তিনি। অভিনেতার দাবি, তিনি বেশি কিছু বলতে পারবেন না এই কাজ নিয়ে। তবে কোনও এক বাঙালি ব্যক্তিত্বের জীবনিচিত্রে তাঁকে দেখা যাবে। পরিচালক কে, কার জীবনীচিত্র— সে ব্যাপারে কিছুই খোলসা করে বলেননি অভিনেতা। তবে জানিয়েছেন, বহু দিন পরে কোনও চরিত্রের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন।
এই বছরেরই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল নায়ককে। ছবিতে অভিনয়ের চেয়েও সেই ঘটনার জন্যই আলোচনায় উঠে আসে তাঁর নাম। এই ঘটনার রেশ এখনও যেন তাঁর স্মৃতিতে দগদগে। এ কথাও জানিয়েছেন নায়ক।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে এসে অভিনেতা জানান, ওই ঘটনার স্মৃতি যেন তাড়া করে বেড়ায় তাঁকে। প্রায়ই মনে হয়, তিনি হয়তো শয্যাশায়ীও হয়ে যেতে পারতেন সারাজীবনের জন্য। অভিনেতা এও জানান, ওই ঘটনার পর তাঁর পা অসাড় হয়ে গিয়েছিল। একসঙ্গে অভিনেতা কৃতজ্ঞ এই নতুন জীবন পাওয়ার জন্য। তিনি বিশ্বাস করেন, এটি তাঁর পুনর্জন্ম হয়েছে।