Marriage Of Bengali Television Actor Mrityunjoy

অপর্ণার এখনও বিয়েই হল না, হিন্দোলের তৃতীয় বার! সাতপাক ঘুরবেন বলে লম্বা ছুটিতে মৃত্যুঞ্জয়?

এ বছরে বিয়ের তারিখ আর নেই। তাই নতুন ধারাবাহিকে অভিনয়ের ডাক উপেক্ষা করে বিয়ের পিঁড়িতে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর ‘হিন্দোল’।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫
Share:

সাতপাকে বাঁধা পড়লেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য-চৈতালি দত্ত। ছবি: সংগৃহীত।

এ বছরেই সাতপাক ঘুরবেন। মেহেন্দি থেকে বৌভাত— কোনও অনুষ্ঠান বাদ দেবেন না। ঠিক করেছিলেন অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ের পর চওড়া হাসি তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম-কে হাসতে হাসতে অভিনেতা বললেন, “আমায় বাতিল করেও ধারাবাহিকে নায়িকা অপর্ণা এখনও বিয়েই করে উঠতে পারল না। বাস্তবে আমার তৃতীয় বার বিয়ে!”

ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকা ‘অপর্ণা’র দ্বিতীয় নায়ক ‘হিন্দোল’। এই ভূমিকায় অভিনয় করেছিলেন মৃত্যুঞ্জয়। এই চরিত্র তাঁকে নিন্দা, প্রশংসা দুই-ই এনে দিয়েছে। যদিও চিত্রনাট্য মেনে নায়িকা হিন্দোলকে প্রত্যাখ্যান করেছে। সে প্রসঙ্গ তুলতেই হাসতে হাসতে বললেন, “ওই জন্যই চৈতালি দত্তকে তিন বার বিয়ে করছি।” সেপ্টেম্বরে আইনি বিয়ে সারেন তাঁরা। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। দ্বিতীয় বিয়ে সারলেন গত পরশু। প্রসঙ্গত, চৈতালি নেটপ্রভাবী।

Advertisement

বিয়ের পর মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, চৈতালি দত্ত। ছবি: সংগৃহীত।

মৃত্যুঞ্জয়ের কথায়, “তৃতীয় বিয়ের আসর বসবে বৃহস্পতিবার। আমার দেশের বাড়ি জলপাইগু়ড়িতে। মেহেন্দি, হলদি থেকে বৌভাত— কিচ্ছু বাদ যাবে না। নতুন করে আবার সব অনুষ্ঠান খুঁটিয়ে পালন করব আমরা।” খবর, এ বছরেই বিয়ে করবেন বলে তিনি নাকি নতুন ধারাবাহিকের কাজ ছেড়েছেন! অভিনেতা বলেছেন, “বিয়ে করব বলে টানা তিন সপ্তাহ ধরে শুটিং সেরেছি। একটা দিন ছুটি নিইনি। পাশাপাশি অফিসের চাকরিও আছে। এ বার বিয়ে উপলক্ষে দিন পনেরো ছুটি নিলাম।” নতুন বছরে নতুন জীবনের পাশাপাশি নতুন ধারাবাহিকের কাজও শুরু করবেন, মৃদু হেসে জানালেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement