নন্দীগ্রামে রেল, শুভেন্দু দুষলেন বিজেপিকে

বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও আক্রমণ করেন শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৪:১২
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র

বিজেপি যেখানে সভা করে মিথ্যা কথা বলবে, সেখানে তিন দিনের মধ্যেই পাল্টা সভা করার নিদান দিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

বুধবার তমলুকে নিমতৌড়ি স্মৃতি সৌধ ময়দানে দলীয় ও পঞ্চায়েতে পদাধিকারী নেতা-কর্মীদের নিয়ে সভা করেন শুভেন্দু অধিকারী এবং সুব্রত বক্সী। শুভেন্দু বলেন, ‘‘গত পাঁচ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থেকে বিজেপি কোনও উন্নয়ন কাজ করেনি। নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজও হয়নি। শুধু মুখে বড় বড় কথা। তাই ওদের এবার হারাতে হবে। বিজেপি যেখানে সভা করে মিথ্যা কথা বলবে, সেখানেই তিন দিনের মধ্যে পাল্টা সভা করে জবাব দিতে হবে।’’

বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘সিপিএম তো সাইন বোর্ড হয়ে গিয়েছে। আবার সেই পুরনো প্রার্থী দিয়েছে। যে প্রার্থী হয়েছেন, তিনি কোলাঘাটের বিধায়ক হয়ে আড়াই বছরে যা করেছেন, তাতে আর ভোট পাবেন না। কংগ্রেসে যে ক’জন রয়েছেন আগামী ২২ তারিখ আমার সঙ্গে বসবে। তাঁরাও তৃণমূলে যোগ দিয়ে দেবে। ওই দল উঠে যাবে। তৃণমূল কংগ্রেস থাকবে আর কেউ থাকবে না।’’

Advertisement

লোকসভা ভোটের জন্য এখনও প্রার্থী ঘোষণা না করায় সবাতে বিজেপি’কে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি বলেন, ‘‘নির্বাচন ঘোষণার পর রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রে তৃণমূলের কর্মিসভা হয়ে গিয়েছে। আর বিরোধীরা এখনও টিভির পর্দায় আটকে রয়েছে। কে প্রার্থী হবে তা নিয়ে চর্চা চলছে।’’

এ দিনের সভায় ছিলেন তৃণমূল জেলা শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক অর্ধেন্দু মাইতি ও সুকুমার দে প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন