Lok Sabha Election 2019

সারা ভারত ভয়ে কাঁপছে, বেড়ালের গলায় ঘণ্টা আমরাই বাঁধব, বললেন মমতা

যাদবপুরে মিমির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী অনুপম হাজরা এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৫:৩০
Share:

যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

লোকসভা ভোটের শেষ দফার ভোটগ্রহণের পারদ চড়ছে। জোরকদমে চলছে ভোটপ্রচারও। যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী।

Advertisement

যাদবপুরে মিমির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী অনুপম হাজরা এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য। অনুপম আগের লোকসভা কেন্দ্রেও তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন। কিছু দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনুপম। অন্য দিকে বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র। ফলে এই কেন্দ্রে কার্যত হেভিওয়েট ফাইট।

যাদবপুর কেন্দ্রের অন্য তাৎপর্যও রয়েছে। এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়ে প্রথম লোকসভায় পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারিয়েছিলেন প্রাক্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে।

Advertisement

যা বললেন মমতা

• যাদবপুরে আমি কলোনির জমির মালিকদের দলিল দিয়েছি, ভোটের পর যা বাকি আছে, তাও দিয়ে দেব

• এই ফ্যাসিবাদ চলতে পারে না

• আমরা চাই ইউনাইটেড ইন্ডিয়া হোক, আর মোদী দেশটাকে ফাঁপা করে দিয়েছে

• এই বাংলা কাউকে ভয় পায় না

• ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ করেছিলেন রবীন্দ্রনাথ, উনি হিন্দু-মুসলিম সবাইকে রাখি পরিয়েছিলেন

• তুমি এখন বড় হনু হয়েছ? তোমার চেয়ে অনেক বড় হনু আমি দেখে এসেছি

• আমি অনেক বাহিনী দেখে এসেছি, আমাকে ওসব দেখিয়ে লাভ নেই

• বিজেপি, তুমি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে আমার কিছু করতে পারবে না

• তার জন্য বাংলার সব আসন গুরুত্বপূর্ণ

• বেড়ালের গলায় ঘণ্টাটা না হয় আমরাই বাঁধলাম

• সারা ভারতে সবাই ভয় পেয়ে বসে আছে, আমরা ভয় পাই না

• নোট বাতিল থেকে রাফেল, মোদীবাবু, মানুষ ছেড়ে কথা বলবে না

• আগে বলত হাম চায়েওয়ালা, এখন বলছে চৌকিদার

• আর কী বলল? সন্ত্রাসবাদ দমন করব, কিন্তু সন্ত্রাসবাদ ২০৭% বেড়েছে, আমার কাছে পরিসংখ্যান আছে

• বলেছিল ১৫ লাখ টাকা দেবে, দিয়েছে?

• আর ও কী করছে? এদের ধরে ধরে নিয়ে গিয়ে মারছে, কে কার সঙ্গে প্রেম করবে, ওরা ঠিক করে দেবে?

• আমি ওদের বন্ধু হতেই পারি

• আমি যখন লেকে যাই, দেখি ওখানে বসে রয়েছে যুবক-যুবতীরা, আমি তাদের বন্ধুর মতো মনে করি

• আপনারা দেখেননি, গুজরাতে এ রাজ্য থেকে কাজ করতে গিয়েছিল, পুড়িয়ে মেরে দিয়েছে

• দেশে ২ কোটি করে চাকরি দেবে বলেছিলে, চাকরি দিয়েছে

• কিন্তু তুমি কী করেছ? সেটা বল, তুমি কী করেছ?

• কি বাকি আছে? কিছুই বাকি নেই, তবু আমাকেই কৈফিয়ত দিতে হচ্ছে, আমি দিতে রাজি আছি

• কোথায় ছিলেন আপনারা তখন, যখন বলা হত আর নেই দরকার, লোডশেডিংয়ের সরকার

• বলে নাকি বাংলায় কিছু হয়নি, বঙ্গালকো কাঙ্গাল বানা দিয়া

• আমি ওদের জন্য মাসে ১০০০ টাকা করে ভাতা দিই, তাছাড়া সরকারি বিজ্ঞাপনের কাজ করেও ওঁরা টাকা পান

• আগে বাউলরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন

• বেরিয়াল গ্রাউন্ড, শ্মশানের প্রভূত উন্নত করেছি

• এটা সামাজিক প্রকল্প, মহিলাদের ক্ষমতায়ণের জন্য করা হয়েছে

• এ বার আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প করছি, এটার অভিভাবক হবেন বাড়ির মহিলা

• আমি ৩০ কিলোমিটারের মধ্যে পথসাথী করে দিয়েছি, যেখানে তিনটে করে রুম এবং শৌচালয়ের সুবিধা আছে

• রাস্তায় ৩০০ কিলোমিটারের মধ্যে কোনও শৌচাগার ছিল না

• ট্রাফিক সিগন্যালে গান বাজানো আমার আইডিয়া, সারা রাজ্যে করে দিয়েছি

• গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারছেন না, সরকার ২৫ হাজার টাকা দিচ্ছে

• ছেলেদের জন্যও আছে, আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি

• কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় করে দিয়েছি

• এখন আরে কন্যাশ্রীর কোনও বিভেদ নেই, সবাই কন্যাশ্রী

• কর্ড ব্লাড ব্যাঙ্ক ট্রান্সপ্লান্ট ইউনিট করা হয়েছে মেডিক্যাল কলেজে

• এসএসকেএম হাসপাতালে একটা দুগ্ধ ব্যাঙ্ক করে দিয়েছি

• অনেক মা শিশুর জন্ম দিয়ে মারা যান, সেই শিশু মায়ের দুধ পায় না

• মেটারনিটি চাইল্ড ডেথ, ইনবর্ন ডেথ, সব কমে গিয়েছে

• প্রাতিষ্ঠানিক প্রসব বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন

• প্রতিটি জেলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হয়েছে

• ওরা হয় জানে না, নয়তো জেনেও মিথ্যে কথা বলছে

• আমি যখন বলছি, নরেন্দ্র মোদীর সার্টিফিকেট নেওয়ার দরকার নেই

• সেই দেনা শোধ করে তিন গুণ আয় বাড়িয়েছি

• আমাদের প্রতি বছর ৫০ হাজার কোটি বাম জমানার দেনা মেটাতে হয়

• আমাদের আয় কি ছিল? ২১ হাজার কোটি টাকা

• আমি ১০০ দিনের কাজের লোকদের দিয়ে দিনে তিন বার রাস্তা পরিষ্কার করাই

• আমি ১০টা বিভাগ এক জায়গায় করে দিয়ে কাজ করছি

• এটা নয় যে, আমি সব করে দেব, আমি প্রক্রিয়া তৈরি করে দিয়েছি

• আমি যখন রাস্তা দিয়ে যাই, একটা লাইট খারাপ থাকলে কাউন্সিলরদের ফোন করে বলে দিই ঠিক করে দিতে

• ওই পার্ক একদিন বিশ্বের এক নম্বর পার্ক হবে

• রাজারহাটে ইকো পার্ক করে দিয়েছি, ওখানে সিপিএমের লোক দখল করে নিত

• কলকাতায় ইন্টারন্যাশনাল বিজনেস কনভেনশন করে দিয়েছি

• আমাদের সরকার এলে আমরা করে দেব, বেশি সময় লাগবে না

• আমি থাকলে অনেক দিন আগেই করে দিতাম, এরা ইচ্ছে করে করে না

• আমি প্রায় ২ লক্ষ টাকা রেলের প্রজেক্ট করে দিয়ে গিয়েছিলাম

• টালিগঞ্জ থেকে মেট্রো আমার সময়ে করা

• কোথায় পরিষ্কার হয়েছে? দিল্লিতে দেখে আসুন

• স্বচ্ছ ভারত অভিযান বলছে, স্বচ্ছ ভারত মানে জান?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement