মুছে ফেলা হয়েছে লিখন।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধিও। কিন্তু তারপরেও সরকারি জায়গায় এখনও বহাল তবিয়তে রাজনৈতিক দলগুলির ব্যানার- পোস্টার থেকে গিয়েছে।
হলদিয়ার সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে শাসক দলের একটি ব্যানার ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। হলদিয়া- মহিষাদল রাজ্য সড়কের ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি-সহ রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের প্রচার করা হচ্ছে বলে শুক্রবার রাতেই নির্বাচন বিধিভঙ্গের লিখিত অভিযোগ জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। জেলা প্রশাসনের অবশ্য দাবি, চৈতন্যপুরে চৌরাস্তার মোড়ে দুটি দোকানের মধ্যবর্তী জায়গায় রাস্তার ধারে লোহার রেলিংয়ে ওই ব্যানার টাঙানো হয়েছিল। পরে তা খুলে নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, ব্যানারটি দীর্ঘ দিন ধরেই লাগানো ছিল। তবে বিডিও সঞ্জয় শিকদারের দাবি, ‘‘দলীয় কর্মসূচির জন্য কেউ ওই ব্যানার টাঙিয়েছিল। পরে নিজেরাই তা খুলে দিয়েছে।’’ যদিও এলাকার বিজেপি নেতা আশিস কুমার দাস বলেন, ‘‘দলের তরফে অভিযোগ জানানোর পরিপ্রেক্ষিতেই ওই ব্যানার খুলে নেওয়া হয়েছে।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
অন্যদিকে, হলদিয়ার ঘোষের মোড়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের জমিতে নির্মীয়মাণ প্রকল্পের কংক্রিটের দেওয়ালে সিপিএমের দেওয়াল লেখা হয়েছিল বলে অভিযোগ। রবিবার ব্লক প্রশাসনের লোকেরা গিয়ে ওই দেওয়াল লিখন মুছে দেন। এ ব্যাপারে এলাকার তৃণমূল নেতা সুকুমার সামন্ত বলেন, ‘‘প্রার্থীর নাম বাদ দিয়েই সিপিএম দেওয়াল লিখেছিল। আমরা অভিযোগ জানানোর পর প্রশাসন ব্যবস্থা নিয়েছে।’’