অনুমতি জট নেই, আজ ঘাটালে দেব

আজ, বুধবার দুপুরে ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামের কর্মিসভা দিয়েই প্রচার শুরু করবেন ঘাটালের সাংসদ তথা এ বারের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:৪৩
Share:

সভার প্রস্তুতি। —নিজস্ব চিত্র

আর ভুল হয়নি, হয়নি দেরি। আজ, বুধবার ঘাটাল লোকসভায় তৃণমূলের তারকা প্রার্থী দেবের প্রথম প্রচারের যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে নিয়মাফিক। অনুমতিও মিলেছে।

Advertisement

আজ, বুধবার দুপুরে ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামের কর্মিসভা দিয়েই প্রচার শুরু করবেন ঘাটালের সাংসদ তথা এ বারের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। এই সভা সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো আবেদন না করায় সেই কর্মিসভার অনুমতি মেলেনি। বুধবারের সভা আয়োজনে অবশ্য কোনও সমস্যা হয়নি। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, “দেবের সভার অনুমতি হাতে চলে এসেছে।” বেলা দু’টোয় কর্মিসভায় যোগ দেওয়ার কথা দেবের।

একে তারকা প্রার্থী, তায় প্রাক্তন সাংসদ। দেবের প্রথম প্রচারে তাই নিরাপত্তার কড়া আয়োজনই থাকছে। ভিড় হবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আর জেলা তৃণমূল নেতৃত্ব চাইছেন, এ বার দেবের প্রচারে অভিনবত্ব থাকুক। আগের বারের মতো এ বারও থাকছে হুড খোলা জিপে রোড শো, সঙ্গে বেশ কিছু পাড়া বৈঠকে যোগ দেবেন দেবে। বাড়ি বাড়ি ঘোরারও পরিকল্পনা করছেন স্থানীয় তৃণমূল নেতারা। জনসভা তো থাকবেই। সাংসদ প্রতিনিধি অলোক আচার্যের কথায়, “প্রার্থী নিজেও চান পাড়ায় পাড়ায় ঘুরতে।”

Advertisement

গত বার ২ লক্ষ ৬০ হাজারের কিছু বেশি ভোটে জেতেন দেব। তৃণমূল সেই ব্যবধান বাড়াতে চায়। দলের জেলা সভাপতি অজিত মাইতির কথায়, “আমাদের লক্ষ্য দেবকে রেকর্ড ভোটে জেতানো। তারকার ক্যারিশমা নয়, নিবিড় প্রচার ও উন্নয়নের জন্যই সেটা সম্ভব হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement