West Bengal Weather Update

ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়! কী প্রভাব পড়বে বঙ্গে?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আপাতত দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হয়েছে। সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২০:২০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল। সোমবারের মধ্যে সেটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। এ সবের জেরে গত কয়েক দিনে কলকাতা-সহ বঙ্গের সর্বত্র তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছে। ভাটা পড়েছে শীতের আমেজে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আপাতত দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হয়েছে। সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবারের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোবে। এর জেরে ২৪ নভেম্বর, সোমবার পর্যন্ত আন্দামান সংলগ্ন সমুদ্রও উত্তাল থাকবে। মঙ্গলবারও সমুদ্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, পরের ৪৮ ঘণ্টায় সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাব এখনই পড়বে না বঙ্গে। রাজ্যের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর। তবে সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দার্জিলিঙের কিছু এলাকায় রবিবার সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার পর্যন্ত আরও খানিকটা বৃষ্টি হতে পারে। এ ছা়ড়া উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

গত কয়েক দিনে বঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা খানিকটা বেড়েছে। রবিবার অবশ্য ফের পারদপতন হয়েছে কয়েকটি জেলায়। আলিপুর জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা এমনই থাকবে। পারদ ওঠাপড়ার বিশেষ সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement