belur

শাহের ভোজের ব্যবস্থা করলেও অমর কংগ্রেসে

জুট মিলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। অর্থাৎ শাসক দলের সঙ্গেই আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ০৭:০৪
Share:

ফাইল চিত্র।

কোনও দল, রঙ বা ব্যক্তি দেখে নয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদকে সম্মান জানিয়ে অমিত শাহের মধ্যাহ্ন ভোজের আয়োজনে রাজি হয়েছিলেন বলেই রবিবার জানালেন বেলুড়ের বাসিন্দা অমর মুখোপাধ্যায়। পাশাপাশিই তাঁর বক্তব্য, ‘‘কংগ্রেসে ছিলাম, কংগ্রেসেই আছি।’’ তবে শাহের বঙ্গ সফর বাতিল হওয়ায় খাবারের আয়োজন শেষ পর্যন্ত করতে হয়নি অম্বিকা জুট মিলের প্রাক্তন ওই কর্মীকে।

Advertisement

ডুমুরজলায় এ দিন যখন শাহ ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখছিলেন, তখন বেলুড় লালাবাবু সায়র রোডের বিষ্ণুপ্রসাদ রায় কলোনিতে অমরবাবুর বাড়িতে পৌঁছে যান প্রাক্তন কাউন্সিলর তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র, ভাস্করগোপাল চট্টোপাধ্যায়-সহ অন্যেরা। তাঁরা অমরবাবুর দুই ছেলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। যদিও ওই বৃদ্ধের দাবি, ‘‘ছেলেরা বিজেপি করে না। জুট মিলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। অর্থাৎ শাসক দলের সঙ্গেই আছে। তা-ও ছেলেরা যাতে ঘরেই থাকে, তার জন্য তৃণমূল নেতারা বাড়িতে এসেছিলেন।’’ ৪০ বছর ধরে কংগ্রেস কর্মী অমরবাবু নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরবেন না বলেই এ দিন জানিয়ে দেন। তা হলে তাঁর বাড়িতে শাহের খাওয়ার আয়োজন হচ্ছিল কী ভাবে? অমরবাবু জানান, বিজেপির স্থানীয় নেতারা তাঁদের কলোনিতে এসে টালির ছাউনির ব্রাহ্মণ বাড়ি খুঁজছিলেন। তখনই অমরবাবুদের ঘর দেখে প্রস্তাবটা আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন