অর্জুনকে গ্রেফতার করার দাবি জানালেন মদন

সিইও-র কাছে মদন অভিযোগ করেন, অর্জুন ভিন রাজ্য থেকে ২৩ জন অপরাধীকে এনেছেন। অর্জুনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ০৪:২৫
Share:

মদন মিত্র। —ফাইল চিত্র।

তাঁকে নজরবন্দি করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূল। এ বার বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে গ্রেফতারের দাবি করলেন ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভাটপাড়ায় শান্তিপূর্ণ উপনির্বাচন করানোর দাবিতে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন মদন। পরে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গেও কথা বলেন তিনি। তিন জনের কাছেই অর্জুনকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন মদন। অর্জুন অবশ্য মদনের দাবিকে ‘হতাশার কথা’ বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisement

সিইও-র কাছে মদন অভিযোগ করেন, অর্জুন ভিন রাজ্য থেকে ২৩ জন অপরাধীকে এনেছেন। অর্জুনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকে। সেই সুযোগে বিজেপির গুন্ডারা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে অত্যাধুনিক আগেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। অর্জুনও আগেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। মদনের আরও অভিযোগ, বহিরাগতদের বাড়িতে লুকিয়ে রাখছেন অর্জুন। এই প্রেক্ষিতে ভাটপাড়ার তৃণমূল প্রার্থীর দাবি, ‘‘অর্জুন সিংহের বাড়িতে

তল্লাশি করা হোক। তাঁকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর প্রার্থী পদ বাতিল করা হোক।’’ এর জবাবেই অর্জুন বলেন, ‘‘এ সব মদনবাবুর হতাশার কথা!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন