কামারহাটিতে প্রার্থী জেলবন্দি মদনই, জানিয়ে দিল তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটিতে তৃণমূলের প্রার্থী হবেন মদন মিত্রই। শনিবার কামারহাটির দেশপ্রিয়নগরে আয়োজিত বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে এসে এমনই ঘোষণা করে দিলেন সাংসদ সৌগত রায়। তিনি বক্তব্যে বলেন, ‘‘পুরসভা নির্বাচন করলাম, আমাদের বিধায়ককে পাশে পাইনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬ ১৮:৪০
Share:

আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটিতে তৃণমূলের প্রার্থী হবেন মদন মিত্রই। শনিবার কামারহাটির দেশপ্রিয়নগরে আয়োজিত বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে এসে এমনই ঘোষণা করে দিলেন সাংসদ সৌগত রায়। তিনি বক্তব্যে বলেন, ‘‘পুরসভা নির্বাচন করলাম, আমাদের বিধায়ককে পাশে পাইনি। তবে এই কর্মীসম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই যে মদন মিত্রই আবার আমাদের প্রার্থী হবেন। আর এটাই দলের সিদ্ধান্ত। আর আগামী দিনে তাঁকে জেতাতে হবে, এই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।’’

Advertisement

সৌগতবাবু এ দিন আরও বলেন, কোনও প্রার্থীই নিজে জেতেন না। তাঁকে ভোট দিয়ে জেতায় জনগণ। আর জনগণের কাছে বার্তা পৌঁছে দেয় দলের কর্মীরা। সভায় উপস্থিত কর্মীদের সকলের উদ্দেশ্যে প্রবীণ ওই সাংসদ আরও বলেন, ‘‘আপনারা যদি ঠিক থাকেন, তাহলে মদন মিত্র আমাদের সঙ্গে থাকুক বা না থাকুক, তিনিই নির্বাচিত হবেন। এটাই আমার স্থির বিশ্বাস। তাই আজকের দিনে আমি সেই সিদ্ধান্তই ঘোষণা করছি।’’ স্থানীয় সাংসদের মুখ থেকে জেল বন্দি মদন মিত্রের ফের বিধায়ক হওয়ার আশ্বাস পেয়ে উচ্ছাসে ফেটে পড়েন কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন