TMC

Goa TMC: গোয়া তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় নাম মমতা-অভিষেক-লিয়েন্ডার-অ্যালভিটোর

তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৯:১৬
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অভিষেক-লিয়েন্ডার-অ্যালভিটো। ফাইল চিত্র।

গোয়া বিধানসভার নির্বাচনে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় গোয়া নির্বাচনে তাদের তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল তৃণমূল। তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তালিকায় রয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রার্থীদের হয়ে প্রচারে মমতা কবে গোয়ায় যাবেন, সে প্রসঙ্গে অবশ্য কিছুই জানানো হয়নি। তবে রবিবারই ফের গোয়া পাড়ি দিতে পারেন অভিষেক। ২৬ জানুয়ারি পর্যন্ত গোয়ায় থেকে সেখানে বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি, প্রচার ও সংগঠনের কাজ করবেন তিনি। তবে এই তালিকায় রাখা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সহসভাপতি যশবন্ত সিংহ। মোট ৩০ জন প্রচারকের তালিকা তৈরি করা হয়েছে।

Advertisement

গোয়ার ভুমিপুত্র হলেও কলকাতা ময়দানে দাপিয়ে খেলেছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো-ডি-কুনহো। কয়েক মাস আগেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু ডিসেম্বর মাসেই কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁকেও তারকা প্রচারকদের তালিকায় স্থান দিয়েছে তৃণমূল। অক্টোবর মাসের শেষ সপ্তাহে গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তিনিও রয়েছেন তারকা প্রচারকদের তালিকায়। ওই সময়েই কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন নাফিসা আলিও। তিনিও রয়েছেন প্রচারকদের তালিকায়। গোয়া তৃণমূলের পর্যবেক্ষক কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ছাড়াও তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন সহ পর্যবেক্ষক রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। প্রচারকদের তালিকায় ডেরেক ছাড়াও রয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়া, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ জহর সরকার, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, অশোক তানোয়ার, পবন বর্মা, কীর্তি আজাদ ও সায়নী ঘোষ প্রমুখ। গোয়ার নেতাদের মধ্যে তারকা প্রচারদের মধ্যে রয়েছেন লুইজিনহো জোয়াকিম ফেলেরিও ও চার্চিল আলেমাও প্রমুখ।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন