অন্য নামে পুজোর কার্ডে ‘অনুমতি’ মমতার

মুখ্যমন্ত্রী জানান, বিশেষভাবে সক্ষম এবং পাড়ার বাসিন্দাদের কার্ড না দিয়ে উপায় নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৫
Share:

ছবি: পিটিআই।

পুজোর ভিআইপি পাস বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিশেষ আমন্ত্রিতদের জন্য কার্ডের ব্যবস্থা থাকা প্রয়োজন বলে পুজো কমিটিগুলি দাবি করেছিল। সেই প্রেক্ষিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কার্ড বিলির ‘অনুমতি’ দিয়েছেন। তবে তা কোনও ভাবেই ভিআইপি কার্ড হিসাবে দেওয়া হবে না। নতুন ধরনের পুজোর পাসের নামও ঠিক করে দিয়েছেন তিনি। এখন থেকে ‘ক্লাব ইনভাইটি কার্ড’ নামে বিশেষ পাস দেওয়া হবে। যা দেখিয়ে পুজো মণ্ডপে যেতে পারবেন আমন্ত্রণ প্রাপকেরা।

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, বিশেষভাবে সক্ষম এবং পাড়ার বাসিন্দাদের কার্ড না দিয়ে উপায় নেই। সেই কারণে পুজো পাসের ব্যবস্থা করতে হচ্ছে। তবে সবচেয়ে বেশি পুজোর পাস যে বড় পুজোগুলির স্পনসরদেরকেই দিতে হয় তা মেনে নিয়েছেন পুজো আয়োজকরা। তা না দিলে মোটা অঙ্কের চাঁদা বা স্পনসর পাওয়াও মুশকিল হবে বলে আশঙ্কা ছিল তাঁদের। ভিআইপি কার্ডের বদলে ভিন্ন নামে কার্ডের ব্যবস্থা করে দেওয়ায় খুশি তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন